রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৩

শিক্ষাই প্রকৃত মানুষের জন্ম দেয় : রাষ্ট্রপতি

Home Page » প্রথমপাতা » শিক্ষাই প্রকৃত মানুষের জন্ম দেয় : রাষ্ট্রপতি
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৩



দুর্নীতি বর্তমানে আর্থ-সামাজিক উন্নয়নে সবচেয়ে বড় বাধা বলে মনে করেন এ কলেজের প্রাক্তন এই শিক্ষার্থী।

তাই সমাজের প্রতিটি স্তর থেকে দুর্নীতি দূর করতে সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

শিক্ষা জীবনের শুরু থেকেই ন্যায়, সততা ও আন্তরিকতাকে ধারণ করতে হবে। সততার কোনো বিকল্প নেই, বলেন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে মো. আরজ আলী, সংসদ সদস্য আফজাল হোসেন ও রেজোয়ান আহাম্মদ তৌফিকসহ কলেজের শিক্ষক, বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীরা সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি কলেজে আবদুল হামিদ একাডেমিক ভবনের ফলক উন্মোচন করেন।

এরপর তিনি কিশোরগঞ্জ পৌরসভা চত্বরে একটি গাছের চারা রোপন করেন।

আইনজীবী সমিতির সংবর্ধনা

গুরুদয়াল সরকারি কলেজে থেকে রাষ্ট্রপতি যান তার দীর্ঘদিনের কর্মস্থল কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা সভায়।

এখানে তিনি বলেন, দেশ কোনো বিমূর্ত বিষয় নয়। যার যার অবস্থান থেকে সঠিক কাজটি সম্পন্ন করাই দেশপ্রেম।

“মুক্তিযুদ্ধকালে এ চেতনার অভাব ছিল না বলেই আমরা যুদ্ধে জয়লাভ করেছিলাম,” বলেন তিনি।

মুক্তিযুদ্ধের চেতনার কথা শুধু বললেই হবে না, চেতনাকে দৃশ্যমান করতে হবে বলেও তিনি মনে করেন।

অনুষ্ঠানে বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

দুদিনের সফরে শনিবার কিশোরগঞ্জের এই সন্তান নিজ জেলায় আসেন। এরপর তিনি পুরাতন স্টেডিয়ামে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগদান করেন। জেলা শহরের খরমপট্টি এলাকায় নিজ বাসভবনে রাত্রিযাপন করেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৫৯   ৪৩৫ বার পঠিত