রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৩

মানুষের শেষ ভরসা পুলিশ বাহিনী : প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » মানুষের শেষ ভরসা পুলিশ বাহিনী : প্রধানমন্ত্রী
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৩



 prime-bg20130915013232.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের শেষ ভরসা পুলিশ বাহিনী। মানুষের আস্থা অর্জনের জন্য ও তাদের প্রতি সম্মান রেখে পুলিশ বহিনীকে কাজ করে যেতে হবে।

রোববার সকালে বাংলাদেশ পুলিশের নবনির্মিত এনকম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের আস্থা যেন নষ্ট না হয়, সেদিকে পুলিশ বাহিনীকে লক্ষ রাখতে হবে। এর জন্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে পুলিশ বাহিনীকে আধুনিক করে গড়ে তোলার জন্য কাজ করে আসছে আওয়ামী লীগ সরকার। মিলিটারি ডিক্টেটর থাকলে বাংলাদেশ পুলিশের উন্নতি হবে না বলেও তিনি মনে করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপানি রাষ্ট্রদূত সিউসাতো সিমো, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিকিউকে মোস্তাক আহমেদ, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:২৭:২৬   ৪১৫ বার পঠিত