রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৩

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের মৃত্যু

Home Page » Wishing » বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের মৃত্যু
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৩



boyosko.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের সালুসতিয়ানো স্যানচেজ ব্যাজকুয়েজ ১১২ বছর বয়সে মারা গেছেন। তিনি ছিলেন একজন স্বশিক্ষিতি সঙ্গীতজ্ঞ, কয়লাখনি শ্রমিক ও তাসের দূর্দান্ত খেলোয়াড়।

শুক্রবার নিউইয়র্কের গ্রান্ড আইল্যান্ডের একটি নার্সিং হোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, জানিয়েছেন গিনিজ ওয়াল্ড রেকর্ডস’র জেরন্টলজি বিশেষজ্ঞ রবার্ট ইয়ং।

গত ১২ জুনে ১১৬ বছর বয়সে জিরোমন কিমুরার মৃত্যুর পর স্যানচেজ ব্যাজকুয়েজই ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ।

স্পেনের একটি গ্রামে ১৯০১ সালের ৮ জুন জন্মগ্রহণ করেন ব্যাজকুয়েজ। স্পেনের স্থানীয় বাদ্যযন্ত্র দুলযাইনা বাজানোর দক্ষতার জন্য তিনি পরিচিত হয়ে ওঠেন। গ্রামের বিভিন্ন অনুষ্ঠান ও বিয়েতে দুলযাইনা বাজাতেন তিনি।

১৭ বছর বয়সে বড় ভাই পেদ্রোর সঙ্গে তিনি কিউবায় পাড়ি জমান। সেখানে আখের ক্ষেতে কাজ করতেন তারা।

১৯২০ সালে যুক্তরাষ্ট্রে এসে কেন্টাকির একটি কয়লা খনিতে কাজ শুরু করেন। পরে পাকাপাকিভাবে নিউ ইয়র্ক রাজ্যের নায়াগ্রা জলপ্রপাত এলাকায় চলে যান। সেখানেই ১৯৩৪ সালে বিয়ে করেন।

১৯৮৮ সালে ব্যাজকুয়েজের স্ত্রী পার্ল মারা যান। ২০০৭ সালে ব্যাজকুয়েজকে গ্রান্ড আইল্যান্ডের নার্সিং হোমে ভর্তি করা হয়।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ একজন নারী। মিসাও ওকাওয়া নামের জাপানি এই নারীর বয়স ১১৫ বছর।

বাংলাদেশ সময়: ১২:২৩:২৪   ৫১৭ বার পঠিত