শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৩

শিক্ষকদের অস্থিতিশীল রাজনীতির প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মানব বন্ধন

Home Page » শিক্ষাঙ্গন » শিক্ষকদের অস্থিতিশীল রাজনীতির প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মানব বন্ধন
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৩



photo0095.jpgমোঃ দিদার হোসেন রাব্বী, জাবি প্রতিনিধি,

বঙ্গ-নিউজ ডটকমঃ

আজ শনিবার দেশের একমাত্র আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিগত কয়েক মাস ধরে চলমান শিক্ষক দের পরস্পর বিরোধী অস্থিতিশীল রাজনীতির প্রতিবাদে মানব বন্ধন করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ বেলা ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘সাধারন শিক্ষার্থী’ ব্যানারে শতাধিক শিক্ষার্থী মানব বন্ধনে অংশ গ্রহন করেন। এসময় বিভিন্ন ফেস্টুন বহন করেন তারা। যেখানে শিক্ষার সুষ্ঠূ পরিবেশ নিশ্চিত করন, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা, সেশন জট নিরসন সহ নানা দাবি জানানো হয়।

উল্লেখ্য, ভিসি পদত্যাগের দাবিতে বেশ কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকগণ আন্দোলন করে আসছেন। যার ফলে বিভিন্ন বিভাগে নিয়মিত ক্লাস ও পরীক্ষার ব্যাপক ব্যাঘাত ঘটেছে। যার ভুক্ত ভোগী হয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:০১   ৪৮৫ বার পঠিত