শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৩

একতরফা নির্বাচন হতে দেয়া হবে না বিএনপিঃ ফখরুল

Home Page » প্রথমপাতা » একতরফা নির্বাচন হতে দেয়া হবে না বিএনপিঃ ফখরুল
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৩



image_2439.gifবঙ্গ-নিউজ ডটকমঃবিএনপিকে বাদ দিয়ে একতরফা নির্বাচন হতে দেয়া হবে না বলে ফের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের দুঃশাসন ক্ষমতায় আসতে দিবে না।’

‘সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হলেই শুধু বাংলাদেশে নির্বাচন হবে, না হয় নির্বাচন হবে না’ হুঁশিয়ারি বিএনপি মুখপাত্রের।

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে জাতীয়তাবাদী মহিলা দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিএনপির চেয়ারপারসনের ষষ্ঠ কারমুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

ফখরুল বলেন, ‘হাতে সময় নাই। আমাদেরকে আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। আর যদি আমরা সরকারকে ক্ষমতাকে থেকে সরাতে না পারি, তাহলে নির্বাচন হবে না।’

তিনি বলেন, ‘আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে বেরিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলতে হবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলের ভেতরে কোনো বিভক্তি না রেখে সবার মধ্যে ইস্পাত-কঠিন ঐক্য তৈরি করতে হবে।’

সংগঠনের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির অর্থ-বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা জেলা মহিলাদলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন, মহানগর মহিলাদলের সভাপতি সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবা চৌধুরী বিথি, সাংগঠনিক সম্পাদক তাহমিনা শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক নিলুফা ইয়াসমিন, মিলি জাকারিয়া, মাসুমা মির্জা, দপ্তর সম্পাদক আতিকা বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৩৭   ৪১৯ বার পঠিত