বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৩
হেফাজতের ইসলামের সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশনের বৈঠক
Home Page » সংবাদ শিরোনাম » হেফাজতের ইসলামের সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশনের বৈঠকবঙ্গ-নিউজ ডটকমঃ হেফাজতে ইসলামের উর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে বৈঠক করছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের একটি বিশেষ প্রতিনিধি দল।বৃহস্পতিবার বিকেল ৪ টায় চট্টগ্রামের লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে হেফাজতে ইসলামের পক্ষে উপস্থিত আছেন সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী, নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি হারুন ইজহার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিকেল ৪ টার সময় অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলটি মাদ্রাসায় এসে পোঁছায়।
বৈঠক শেষে হাইকমিশনার বলেটনিকফ সাংবাদিকদের সাথে কোন কথা বলেননি। তবে, হেফাজতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাওলানা উবায়দুর রহমান খান নদভী সাংবাদিকদের জানিয়েছেন, অষ্ট্রেলিয়ান কুটনীতিক কাওমী মাদ্রাসা পরিদর্শন করতে গিয়ে হেফাজতের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে জানতে চেয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে টিম বলেটনিকফ মোট পাঁচটি বিষয় জানতে চেয়েছেন হেফাজতের নেতাদের কাছে। বিষয়গুলো হচ্ছে, হেফাজতে ইসলামী আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, আপনাদের ভবিষ্যত পরিকল্পনা কি, নির্বাচন সুষ্ঠু হবে এটা বিশ্বাস করেন কি না, চার ব্লগারদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থায় আপনারা সন্তুষ্ট কিনা, ভবিষ্যত সরকারের সাথে আপনাদের সম্পর্ক কেমন যাবে?
গত ফেব্রুয়ারি মাসে কর্মসূচি নিয়ে মাঠে আসা কওমী মাদ্রসা ভিত্তিক আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের নেতাদের সাথে এই প্রথম বিদেশি কোন কূটনৈতিকের প্রকাশ্যে বৈঠক অনুষ্ঠিত হলো।
বৈঠকে শুরুতে হেফাজতে ইসলামের গঠন, কর্মসূচি এবং উপমহাদেশে কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে ইংরেজিতে একটি বক্তব্য উপস্থাপন করেন, হেফাজতের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাওলানা উবায়দুর রহমান খান।
হেফাজত নেতাদের উদ্দেশ্যে টিম বলেটনিকফ বলেন,”একটি বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা চাই বাংলাদেশে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করুক, এবং এর জন্য প্রয়োজনীয় যে কোন ভূমিকা রাখতে প্রস্তুত আছে আষ্ট্রেলিয়া।’
অস্ট্রেলিয়ান হাইকমিশনার বলেন,”আমরা রাজনৈতিক দলের নেতাদের সাথে বিভিন্ন সময় আলাপ করে থাকি, এরই অংশ হিসেবে আজকে বড় ধর্মীয় সংগঠনের নেতাদের সাথে আলাপ করছি, আসন্ন জাতীয় নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন কি না?
এই প্রশ্নের জবাবে বলেন, ‘হেফাজত ইসলামীর নেতারা বলেন, আমাদের সংগঠন অরাজনৈতিক সংগঠন, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা কিংবা নির্বাচনে অংশ গ্রহনের কোন ইচ্ছা বর্তমানে আমাদের নেই্”।
এরপর টিম বলেটনিকফ প্রশ্ন করেন, তাহলে আপনাদের ভবিষ্যত পরিকল্পনা কি?
এই প্রশ্নের উত্তরে হেফাজত নেতারা বলেন,‘‘আমাদের পরিকল্পনা ১৩ দফা বাস্তবায়ন করা, আমরা আগেও বলেছি ইসলাম শান্তির ধর্ম, শান্তিপূর্ণ উপায়ে ইসলামী বিধি বিধান প্রচলন করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য, বাংলাদেশের আওয়ামীলীগ ও বিএনপিসহ যেকোন রাজনৈতিক দলের কর্মীরাই হেফাজতের সদস্য হতে পারবেন।
এরপর উবায়দুর রহমান খান অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনের কাছে দেশের বর্তমান প্রেক্ষাপটে হেফাজতের অবস্থান তুলে ধরেন।
এরই এক পর্যায়ে হাইকমিশনার প্রশ্ন রাখেন,‘আগামী নির্বাচন সুষ্ঠু হবে, এটা আপনারা বিশ্বাস করেন কি না?’
উত্তরে হেফাজত নেতারা বলেন, “১৫ বছর দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছিলো, এখনো দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন হলে তা সবার কাছে গ্রহণ যোগ্য হবে না।”
এক পর্যায়ে টিম বলেটনিকফ জানতে চান, সম্প্রতি সরকার চার ব্লগারদের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নিয়েছে তাতে আপনারা সন্তুষ্ট কিনা?
জবাবে হেফাজত নেতারা বলেন, ‘শুধু এই চারজন নয়, আরো অনেকে পবিত্র ইসলাম ধর্ম ও এর প্রবর্তক হযরত মুহাম্মদ (সাঃ) অনেক কটূক্তি করেছে, যা এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মনে চরম আঘাত করেছে, আমরা এর প্রতিবাদ করেছি।”
টিম বলেটনিকফ সর্বশেষ প্রশ্ন করেন, ‘আগামী সরকারের সাথে আপনাদের সম্পর্ক কেমন যাবে?‘‘
এ প্রশ্নের উত্তরে হেফাজত নেতারা বলেন, আমরা আমাদের ১৩ দফা বাস্তবায়নে নিয়ে কাজ করে যাবো, যেই ক্ষমতায় আসুক আমাদের দাবি থাকবে ১৩ দফা বাস্তবায়ন করা।’
বৈঠকে অস্ট্রেলিয়ান ডেপুটি হাই কমিশনারকে সহায়তা করেন অস্ট্রেলিয়ান দূতাবাসের রিসার্চ এন্ড কমিউনিকেশন অফিসার ফাইরুজ নিগার অদিতি।
বৈঠকে হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, নায়েবে আমীর মহিবুল্লাহ বাবুনগরী, মুফতি ইজহারুল ইসলাম, হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, হেফাজতের প্রশিক্ষণ সম্পাদক মুফতি হারুন ইজহারসহ লালখান বাজার জমিয়াতুল উলুম মাদ্রাসার ছাত্র শিক্ষক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:৪১:২৫ ৪৪৩ বার পঠিত