বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৩

১০ হাজার তরুণকে স্বপ্ন দেখাতে বাংলাদেশে আসছেন সাবিরুল

Home Page » শিক্ষাঙ্গন » ১০ হাজার তরুণকে স্বপ্ন দেখাতে বাংলাদেশে আসছেন সাবিরুল
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৩



sabirul-bg20130912071655.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ১০ হাজার তরুণদের স্বপ্ন দেখিয়ে নতুন উদ্যোক্তা হিসেবে তৈরি করতে বাংলাদেশে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ উদ্যোক্তা সাবিরুল ইসলাম। নিজের প্রবর্তিত বৈশ্বিক ক্যাম্পেইন `ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ এর অংশ হিসেবে বাংলাদেশে আসছেন তিনি।বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রেসিডেন্ট মুস্তাফিজুর রহমান সোহেল এ কথা জানান।

জেসিআই’র এ আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)।

সংবাদ সম্মেলনে জানানো  হয়, সাবিরুল ২৩ থেকে ৩০ সেপ্টেম্বর তিনি নিজ এলাকা সিলেটসহ ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ববিদ্যালয়, ফোরাম ও সেমিনারে বক্তব্য দেবেন।

বাংলাদেশ সফর নিয়ে বেশ উচ্ছ্বসিত সাবিরুল। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, বাংলাদেশে ইন্সপায়ার ওয়ান মিলিয়ন ক্যাম্পেইন চালানোর সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।

২২ বছর বয়সী সাবিরুল বিশ্বজুড়ে কমপক্ষে ১০ লাখ মানুষকে আত্মনির্ভরশীল এবং অর্থনৈতিক স্বাক্ষরতার মাধ্যমে অনুপ্রাণিত করতে ২০১১ সালের মে মাসে এ ক্যাম্পেইন শুরু করেন।

এরই মধ্যে এশিয়া, ইউরোপ, সাউথ আফ্রিকা ও আফ্রিকায় ৭শ’টিরও বেশি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন তিনি।
আমাজনের হিসাবমতে সর্বাধিক বিক্রিত ‘দ্য ওয়ার্ল্ড অ্যাট ইউর ফিট’ ‍ও ‘ইয়ং এন্টারপ্রেনার ওয়ার্ল্ড’-হচ্ছে সাবিরুলের লেখা দুটি বই।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সহ সভাপতি সাইফ খন্দকার, সাখাওয়াত হোসেন মামুন, সাধারণ সম্পাদক এ রহমান, সারা কামাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:২৮:১১   ৪৬৭ বার পঠিত