বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৩

শুধু দেশে নয় দেশের বাহিরেও সংলাপ হতে পারে

Home Page » জাতীয় » শুধু দেশে নয় দেশের বাহিরেও সংলাপ হতে পারে
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৩



dipu-moni.jpgবঙ্গ-নিউজ ডতকমঃ দেশের বাইরেও রাজনৈতিক সংলাপ হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। আজ বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আলোচনার দ্বার উন্মুক্ত। আলোচনার সুনির্দিষ্ট কোন উদ্যোগ নেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোন সময়সূচি নির্ধারণ হয়নি। পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলন করা হয়। ফেলানী হত্যার বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ বিচার প্রক্রিয়া নিয়ে জানতে চেয়েছে। যদি মনে হয় চূড়ান্ত বিচারে ন্যায় বিচার পাওয়া যায়নি তখন আপিল করা হবে। সীমান্তে ড্রোন মোতায়েন সংক্রান্ত খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, অনেক সময় এ ধরনের উড়ো খবর আসে। এই খবরটিও এরকম কিছু কি না জানতে চাওয়া হয়েছে । তবে এ বিষয়ে এখনও ভারতের তরফে কোন জবাব পাওয়া যায়নি। ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক এখনও সুদৃঢ় আছে।

বাংলাদেশ সময়: ২১:০৬:০৬   ৫০৪ বার পঠিত