বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৩
ভিটরিতে শেষ পাকিস্তানের ইনিংস
Home Page » ক্রিকেট » ভিটরিতে শেষ পাকিস্তানের ইনিংসবঙ্গ-নিউজ ডটকম:জিম্বাবুয়ের করা প্রথম ইনিংসে ২৯৪ রানের জবাবে পাকিস্তান গুটিয়ে গেল মাত্র ২৩০ রানে। ব্রায়ান ভিটরি একাই গুড়িয়ে দিয়েছেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। তিনি ৬১ রানে নিয়েছেন ৫ উইকেট। পাকিস্তানের শেষ পাঁচ ব্যাটসমানের কারও রান দুই অংকের কোটায় পৌছেনি। এর আগে হারারে স্পোর্টস ক্লাবে নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৬৩ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামে পাকিস্তান। দিনের শুরুতেই ব্যক্তিগত ছয় রান যোগ করেই ফিরে গেছেন অধিনায়ক মিসবাহ (৩৩)। তবে ইউনুস খান খেলেন অনবদ্য৭৭ রানের ইনিংস। এরপরেই মড়ক লাগে পাকিস্তানের ইনিংসে। ইউনুস দলীয় ২১২রানে ফেরার পর পরের পাঁচ উইকেট পড়ে মাত্র ১৮ রান করে। প্রথম ইনিংসে ৬৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই জিম্বাবুয়েও। ১৩ রানেই তারা হারিয়ে ফেলেছে প্রসপার উতসেয়ার প্রথম উইকেটটি। এখনও তারা পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে ৭৭ রানে।
বাংলাদেশ সময়: ১৯:৫৩:১৫ ৫৩৩ বার পঠিত