বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৩

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মহাপ্রয়াণ দিবস আজ

Home Page » Wishing » বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মহাপ্রয়াণ দিবস আজ
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৩



1176128_407217196050250_2062667200_n.jpgবঙ্গ-নিউজ ডটকম:আজকে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের চতুর্থ মৃত্যুু বার্ষিকী। শাহ আবদুল করিম (জন্ম: ১৫ ফেব্রুয়ারি, ১৯১৬ - মৃত্যু: ১২ সেপ্টেম্বর, ২০০৯) বাংলা বাউল গানের জীবন্ত কিংবদন্তী হিসেবে পরিচিত। কালনীর তীরে বেড়ে উঠা শাহ আব্দুল করিমের গান ভাটি অঞ্চলে জনপ্রিয় হলেও শহরের মানুষের কাছে জনপ্রিয়তা পায় মাত্র কয়েক বছর আগে । এ পর্যন্ত প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন। শাহ আবদুল করিমের জনপ্রিয় কিছু গান
বন্দে মায়া লাগাইছে,
পিরিতি শিখাইছে আগে কি সুন্দর দিন কাটাইতাম
গাড়ি চলে না
আমি কূলহারা কলঙ্কিনী
কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া
কোন মেস্তরি নাও বানাইছে
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
বসন্ত বাতাসে সইগো
আইলায় না আইলায় নারে বন্ধু
মহাজনে বানাইয়াছে ময়ুরপংখী  ও আরো অনেকে।
বঙ্গ-নিউজ পরিবারের পক্ষ থেকে গুরু তোমায় জানায় শ্রদ্ধা ও ভালোবাসা

বাংলাদেশ সময়: ১৪:৪৮:২০   ৬৩৪ বার পঠিত