বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৩
জাবি রেজিস্ট্রারকে সতর্ক করেছেন ‘সাধারণ শিক্ষক ফোরাম’
Home Page » আজকের সকল পত্রিকা » জাবি রেজিস্ট্রারকে সতর্ক করেছেন ‘সাধারণ শিক্ষক ফোরাম’বঙ্গ-নিউজ ডটকম:
উপাচার্যের নির্দেশে অসত্য, অসম্পূর্ণ কিংবা বিভ্রান্তিমূলক তথ্য সরবরাহ থেকে বিরত থাকতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে সতর্ক করেছেন আন্দোলনরত ‘সাধারণ শিক্ষক ফোরাম’।
বুধবার দুপুরে শিক্ষক ফোরামের একটি প্রতিনিধি দল রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা করে এ কথা জানান। এর ব্যতিক্রম হলে রেজিস্ট্রারকে দায়ভার গ্রহণ করতে হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আন্দোলনরত শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘বর্তমান ‘অবাঞ্ছিত’ উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। তদন্তের প্রয়োজনে তদন্ত কমিশন রেজিস্ট্রারের কাছে তথ্য জানতে চাইতে পারে। এজন্য আমরা তাকে সত্য তথ্য দিতে অনুরোধ করেছি।‘
বাংলাদেশ সময়: ০:৪৩:৫২ ৫২৪ বার পঠিত