বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৩

সীমান্তে ভারতের ড্রোন মোতায়েনের সিদ্ধান্তে বিএনপির উদ্বেগ ও প্রতিবাদ

Home Page » জাতীয় » সীমান্তে ভারতের ড্রোন মোতায়েনের সিদ্ধান্তে বিএনপির উদ্বেগ ও প্রতিবাদ
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৩



bnp.gifবঙ্গ-নিউজ ডটকম: বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে মনুষ্যবিহীন ড্রোন মোতায়েনে ভারতের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।  দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে বলেন, বাংলাদেশ সীমান্তে শিগগিরই চালকবিহীন বিমান বা ড্রোন মোতায়েনের পরিকল্পনা করছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তাতে দেশবাসীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গভীরভাবে উৎকন্ঠিত। এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হুমকিস্বরূপ। এই ধরনের সিদ্ধান্ত কার্যকরী হলে এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বিঘিœত হবে, এটি প্রতিবেশী রাষ্ট্রে হস্তক্ষেপের সামিল। মির্জা বলেন, সীমান্তে বিএসএফ-এর গুলিবর্ষণ, বাংলাদেশীদের অপহরণ করে নির্যাতন ও হত্যা ইত্যাদি বন্ধে ভারতের ব্যর্থতার পর ইউএভি (মানববিহীন উড়োজাহাজ) নামে ড্রোন মোতায়েন দুরভিসন্ধিমূলক যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করবে। ‘দি ইন্ডিয়ান’ এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েনের বিষয়টিকে বাংলাদেশের জনগণের প্রতি অসম্মানজনক উল্লেখ করে এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১:২৪:৩৪   ৫৫৬ বার পঠিত