বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৩
সাফ সেরার মুকুট আফগানদের
Home Page » খেলা » সাফ সেরার মুকুট আফগানদেরবঙ্গ-নিউজ ডটকম:ইতিহাস গড়লো যুদ্ধবিধ্বস্ত আফগান ফুটবলাররা। দক্ষিণ এশিয়ার ফুটবলের শীর্ষ দল ভারতকে হারিয়ে জিতে নিল তাদের প্রথম বড় ফুটবল শিরোপা। নেপালে সাফ ফুটবলের ফাইনালে আফগানিস্তানের জয়টি পরিষ্কার ২-০ গোলে। ফাইনালে আগাগোড়া দাপুটে ফুটবলে আফগানিস্তান এগিয়ে যায় ম্যাচের শুরুতেই। ৯ মিনিটে ফরোয়ার্ড মুস্তফা এগিয়ে নেন আফগানিস্তানকে। বিরতির পর আফগানিস্তানের দ্বিতীয় গোলটি খেলার ৬২ মিনিটে। এবার গোল পান আফগানিস্তানের সেমিফাইনাল জয়ের নায়ক সানজার আহমাদি।
বাংলাদেশ সময়: ২১:০৩:৫৭ ৫১৫ বার পঠিত