বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৩
জাবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির পরলোক গমন
Home Page » আজকের সকল পত্রিকা » জাবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির পরলোক গমনবঙ্গ-নিউজ ডট কম:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদ আহমেদ আলী আর নেই। মঙ্গলবার প্রথম প্রহরে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচের (১৯৭১-৭২) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক শামছুল আলম সেলিম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফ উদ্দিন, সাংবাদিক সমিতির সভাপতি কামরান সিদ্দিকী ও সম্পাদক ইমদাদ হক গভীর শোক প্রকাশ করেছেন। তারা তার বিদেয়ী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রতিষ্ঠাতা এই সভাপতির মৃত্যুতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গভীরভাবে শোকাহত।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি নিপ্পন ইয়েছেন কাইসা গ্রুপের প্রধান নির্বাহী এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:৫৯:২৪ ৪৮৩ বার পঠিত