বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৩
ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে উদ্বেগ যুক্তরাষ্ট্র
Home Page » সংবাদ শিরোনাম » ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে উদ্বেগ যুক্তরাষ্ট্রবঙ্গ-নিউজ ডটকমঃ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কর ফাঁকির অভিযোগ আনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ের অংশ হিসেবে সাংবাদিকরা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই বিবৃতি দেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়। বিবৃতিতে ন্যায় ও স্বচ্ছতার ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চালাতে বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া গ্রামীণ ব্যাংকের প্রতি আমেরিকার সহায়তা অব্যাহত থাকবে বলেও জানানো হয় বিবৃতিতে।
বাংলাদেশ সময়: ১৭:১০:৪৫ ৩৭২ বার পঠিত