বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৩
রাজনীতির মাঠে আমরা রেফারি : সিইসি
Home Page » জাতীয় » রাজনীতির মাঠে আমরা রেফারি : সিইসিবঙ্গ-নিউজ ডটকমঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির মাঠে আমরা রেফারি। রাজনৈতিক সমঝোতার মাঝে আমাদের না জড়ানোই ভালো। গণমাধ্যমের উচিত রাজনৈতিক দলগুলোকে সমঝোতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন সাহায্যকারী একটি সংস্থা। তারা আমাদের নির্বাচনগুলোতে সাহায্য করে থাকে। পর্যবেক্ষক পাঠায়, এবারও তারা বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে। সেই জন্য তাদের প্রস্তুতি দরকার।
নির্বাচনের সময় নির্দিষ্ট হওয়ার ব্যাপারে তিনি বলেন, নির্বাচনের একটি স্বাভাবিক সময় আছে। আমরা ইউরোপীয় ইউনিয়নকে কোনো নির্দিষ্ট সময় জানাইনি। নির্বাচনের সিডিউল ঘোষণার পর আমরা তাদের পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানাব।
সিইসি বলেন, আমাদের একটি অবস্থান আছে। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। আমাদের একটি বড় পর্যবেক্ষক দল আছে। তা হচ্ছে গণমাধ্যম। পৃথিবীর কোনো সভ্য দেশে এত বেশি গণমাধ্যম নেই। আমাদের দেশের মিডিয়া গত কয়েকটি সিটি নির্বাচনে তাদের দায়িত্ব পালন করেছে।
বৈঠকে কী বিষয় প্রাধান্য পেয়েছে জানতে চাইলে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের আলোচনা টেকনিক্যাল। আমাদের প্রস্তুতি নিয়ে তারা কথা বলেছে। আমরা তাদের থেকে বিভিন্ন ব্যাপারে সহায়তা চাই, এবারও চেয়েছি।
রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার বিষয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের আলোচনা হয়েছে। কী বিষয়ে আলোচনা হয়েছে তা আমরা জানি না। তারা চায় স্বচ্ছ একটি নির্বাচন, আমরাও চাই সকলের অংশ গ্রহণে স্বচ্ছ নির্বাচন করা।
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তিনি বলেন, জনগণের ভোট আমাদের কাছে একটি আমানত। কে জিতল তা আমদের জন্য বড় বিষয় নয়। সুষ্ঠু নির্বাচন করে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন বড় বিষয়।
ইউরোপীয় ইউনিয়ন ইসিকে রাজনৈতিক সমঝোতা করার ব্যাপারে কোনো পরামর্শ দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ব্যাপারে তারা আমাদের কোনো পরামর্শ দেয়নি। তারা আমাদের প্রস্তুতি দেখতে এসেছে।
তিনি বলেন, রাজনৈতিক সমঝোতা একটি রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনীতিবিদরা অনেক বিচক্ষণ, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিবেন।
বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা সাংবাদিকদের বলেন, ইসি যে প্রস্তুতির কথা আমাদের বলেছে তা সন্তোষজনক। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।
হানা আরও বলেন, আমাদের সঙ্গে ইসির দশ মিলিয়ন ইউরোর একটি প্রকল্প রয়েছে, আমরা তা নিয়ে আলোচনা করেছি। সার্বিক বিষয় নিয়ে আমরা আমাদের হেড কোয়ার্টারে রিপোর্ট করব। আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিবে হেডকোয়র্টার।
উইলিয়াম হান্নার নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন মি. বেঞ্চ, মোয়াল্লা চিলাকারি, ক্রিস্ট্রিয়ানা আলবেজ, টম বিল, পেড্রো আলমিডিয়া, মি. প্যাজেল্ট।
এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারগণ এবং ইসি সচিব উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৫৫:৩৮ ৪০৬ বার পঠিত