বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৩

ইসি প্রস্তুত বলে মনে করেন ইইউ

Home Page » জাতীয় » ইসি প্রস্তুত বলে মনে করেন ইইউ
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৩



election-commissioner-bangladesh-logo-231.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন করতে কমিশন প্রস্তুত বলে মনে করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল।বুধবার দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা ইসির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনে সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। তারা যে প্রস্তুতি নিয়েছে তাতে আমরা সন্তুষ্ট।”

উইলিয়াম হানা আরো বলেন, “নির্বাচন কমিশনের সার্বিক বিষয় নিয়ে আমরা একটি রিপোর্ট আমাদের হেডকোয়ার্টারে পাঠাবো। এরপর আগামী নির্বাচনে কি পরিমাণ পর্যবেক্ষক পাঠানো হবে বা আদৌ পাঠানো হবে কি-না, সে বিষয় হেডকোয়ার্টার সিদ্ধান্ত নেবে।”

তিনি আরো বলেন, “নির্বাচন কমিশনের সাথে ইউরোপীয় ইউনিয়নের ১০ মিলিয়ন ইউরো’র চুক্তি রয়েছে। আমরা এ ব্যাপারেও আলোচনা করেছি।”

রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইইউ’র পক্ষ থেকে নেতৃত্ব দেন রাষ্ট্রদূত উইলিয়াম হানার এবং নির্বাচন কমিশনের পক্ষে নেতৃত্বে দিয়েছেন নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমদ।

১৫ দিনের সফরে আসা ইইউ’র এ প্রতিনিধি দলটি এর আগে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাথে বৈঠক করেছে।

বাংলাদেশ সময়: ১৬:৫০:২১   ৪১৯ বার পঠিত