বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৩

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার বিশ্বকাপের টিকিট

Home Page » খেলা » মেসির জোড়া গোলে আর্জেন্টিনার বিশ্বকাপের টিকিট
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৩



image_29553.jpgবঙ্গ-নিউজ ডটকম:লিওনেল মেসির জোড়া গোলে ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়েকে ৫-২ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে দুইবার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। এই জয়ের ফলে দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসাবে ২৯ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সাবেওলার শিষ্যরা। খেলাটি প্যারাগুয়ের মাঠে বাংলাদেশ সময় ৭:৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনার পক্ষে মেসি ২টি, আগুয়েরা, ডি মারিয়া ও ম্যাক্সি রড্রিগাজ ১টি করে এবং প্যারাগুয়ের পক্ষে নুনেজ ও রজিও সান্তা ক্রুজ ১টি করে গোল করেন। প্রথমার্ধে ১২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন মেসি। কিন্তু তার পাঁচ মিনিট পরে নুনেজের গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে। এরপর ৩২ মিনিটে আগুয়েরা গোল করলে প্রথমার্ধ ২-১ গোলে সমাপ্ত হয়। দ্বিতিয়ার্ধে আরও আক্রমনাত্তক হয়ে উঠে আর্জেন্টিনার খেলোয়াররা। খেলা শুরুর ৫০ মিনিটে ডি মারিয়ার গোলে ৩-১ এগিয়ে যায় তারা। এর ৩মিনিট পরে পেনাল্টি থেকে নিজের দ্বিতিয় ও দলের চতুর্থ গোল করে মেসি। এরপর ৮৬ মিনিটে রজিও সান্তাক্রুজের গোলে ব্যবধান ৪-২ কমিয়ে আনে প্যারাগুয়ে। কিন্তু ৯০মিনিটে ম্যাক্সি রড্রিগাজ গোল করলে ৫-২ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ১০ গোল করে দক্ষিন আমেরিকায় অঞ্চলের সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৪৭   ৪৫৪ বার পঠিত