বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৩

আসছে পল্লী সঞ্চয় ব্যাংক

Home Page » আজকের সকল পত্রিকা » আসছে পল্লী সঞ্চয় ব্যাংক
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৩



new-bank-for-poor-people.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ

প্রায় পাঁচ কোটি মানুষকে দারিদ্র সীমা থেকে বের করতে পল্লী সঞ্চয় ব্যাংকনামে নতুন ব্যাংক প্রতিষ্ঠা করবে সরকার। বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই ব্যাংকটির কাঠামো ঠিক করা হবে বলে জানিয়েছেন, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব।

তবে অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্পের সঠিক বাস্তবায়নই হবে মূল চ্যালেঞ্জ। দেশে দারিদ্র্যের হার কমেছে বলে এরিমধ্যে সার্টিফিকেট দিয়েছে বিশ্বব্যাংক। আর মেয়াদের শেষ সময়ে এসে সরকার তুলে ধরছে নিজেদের সাফল্য। পাশাপাশি মানুষকে আকৃষ্ট করতে নেয়া হচ্ছে নানা প্রকল্প। তেমনই এক প্রকল্প- পল্লী সঞ্চয় ব্যাংক। প্রত্যেক উপজেলার সব ইউনিয়নের দরিদ্র মানুষকে আনা হবে এর আওতায়। একটি গ্রামের ৬০টি দরিদ্র পরিবার থেকে ৪০ জন নারী ও ২০ জন পুরুষ নিয়ে গঠিত হবে সমিতি। এতে প্রতি সদস্য ও সরকার দেবে ২শ টাকা কোরে আর ঘুর্ণায়মান তহবিল থেকে দেয়া হবে ১৫০ টাকা। এ দিয়েই গঠিত হবে ব্যাংক। আর ব্যাংকে ৫১ শতাংশ মালিকানা থাকবে সরকারের। এই তহবিলের টাকা অন্য উপায়ে খরচের সুযোগ থাকবে না বলেও জানান সচিব। তবে অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতির আশংকা রয়েই যাচ্ছে। তবে, সরকারের মেয়াদে জনতুষ্টি মূলক প্রকল্প নেয়া অবান্তর নয় বলেও মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক।

বাংলাদেশ সময়: ১২:৩৫:৫৬   ৫০০ বার পঠিত