বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৩
দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠ রুয়েট
Home Page » আজকের সকল পত্রিকা » দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠ রুয়েটরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের অবস্থান অর্জন করেছে। সেই সঙ্গে ‘ম্যানেজার অব দ্য ইয়ার’ মনোনিত হয়েছেন রুয়েট উপাচার্য প্রফেসর ড. মো. মর্ত্তুজা আলী।
সম্প্রতি যুক্তরাজ্যের অক্সফোর্ড ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইউরো বিজনেস এ্যাসেম্বলি’র জরিপে রুয়েট এবং বিশ্ববিদ্যালয় উপাচার্য এই বিশেষ মর্যাদা লাভ করেন। এই জরিপ চলতি বছরের মে মাস থেকে দক্ষিণ এশিয়ার সব দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপর পরিচালনা করে ইউরো বিজনেস এ্যাসেম্বলি।
শিক্ষা ক্যারিকুলাম, শিক্ষা ও গবেষণার মান, অবকাঠামো ও অন্যান্য সূচকের উপর ভিত্তি করে রুয়েটকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ আঞ্চলিক বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনিত করা হয়। আর ড. মো. মর্ত্তুজা আলী ‘ম্যানেজার অব দি ইয়ার’ নির্বাচিত হন সাফল্য ও দক্ষতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য।
এদিকে রুয়েট ‘শ্রেষ্ঠ আঞ্চলিক বিশ্ববিদ্যালয়’ এবং রুয়েট উপাচার্য ‘ম্যানেজার অব দ্য ইয়ার’ মনোনিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপাচার্য প্রফেসর ড. মো. মর্ত্তুজা আলীকে অভিনন্দন জানিয়েছন।
ইউরো বিজনেস এ্যাসেম্বলির নির্বাহী প্রকল্প সমম্বয়কারী এনা শবকো স্বাক্ষরিত এক চিঠিতে সম্প্রতি রুয়েট কর্তৃপক্ষকে জরিপের এই ফলাফল সম্পর্কে জানানো হয়েছে। একই সঙ্গে উপাচার্য প্রফেসর ড. মো. মর্ত্তুজা আলীকে আগামী ১৭ ডিসেম্বর যুক্তরাজ্যের অক্সফোর্ড টাউন হলে অনুষ্ঠিতব্য ‘অক্সফোর্ড সামিট অব লিডার্স’ শীর্ষক সম্মেলনে অ্যাওয়ার্ড গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
এক প্রতিক্রিয়ায় উপাচার্য প্রফেসর ড. মো. মর্ত্তুজা আলী বলেন, ‘শুধু দক্ষিণ এশিয়া নয় রুয়েটকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো। এর জন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা চাই।’
বাংলাদেশ সময়: ১০:৪২:২৭ ৪৭৮ বার পঠিত