বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৩
অন্য রকম এক মানুষ
Home Page » সাহিত্য » অন্য রকম এক মানুষ- মোঃ ফয়সাল মাহমুদ আব্দুল্লাহ
প্রতিদিনের ট্রাফিক জ্যাম আর খারাপ লাগে না
খারাপ লাগে না নর্দমার পাশে হাঁটতে
খারাপ লাগে না বিশৃঙ্খলিত জীবন
খারাপ লাগে না বিদ্যুৎ-গ্যাস- পানি বিহীন এই বিষাক্ত শহর
খারাপ লাগে না নির্জন একাকীত্ব ।
আজ আমি যেন অন্য রকম এক মানুষ
হৃদয় হীন এক মানুষ ।
তোমরা কি কল্পনা করতে পারো একজন হৃদয় হীন মানুষকে ?
ভাবছো আমি নরপিশাচ ?যার হৃদয় থাকে না ?
না আমি তাও নই ।
আজ আমার হৃদয়ে আমি থাকি না ;
বাহিরের কেউ একজন আমার হৃদয়ে ঢুকে তালা বন্ধ করে দিয়েছে
আর আমি তন্ন তন্ন করে খুঁজি সেই তালার চাবি ।
পাইনি ; আমি পাইনি সেই চাবি খানা ।
আমি হন্নে হয়ে সারাটি বেলা খুঁজলাম
নিজ হৃদয়ে নিজেকে খুঁজে পাবার জন্যে খুঁজলাম
কিন্তু কিছুতেই খুঁজে পেলাম না ।
আমি চটপট করছি ;
চটপট করছি নিজ হারানো হৃদয় খানির শোকে
নিজ হারানো হৃদয় খানিতে আবার বসত গাঁড়তে ।
কিন্তু পারিলাম না ;
পারিলাম না আমি নিজ গৃহে ফিরে যেতে
নিজ হৃদয়ে নিজেকে ফিরে পেতে ।
আজ আমি তাই বনে বাদাঁড়ে থাকি
যেখানে সেখানে থাকি
চক্ষু মেলে একমনে আকাশটাকে দেখি
কিন্তু কিছুই অনুভব করতে পারি না
কেন পারিনা ?
ওই যে বললাম আমার হৃদয়ে কেউ একজন বাসা বেঁধেছে
আমি তাঁকে ছাড়া আজ আর কাউকে অনুভব করতে পারি না ।
সে আজ আমার চিত্ত ;
সে আজ আমার হৃদয় আর মন ।
[লেখাটি পাঠিয়েছেন মোঃ ফয়সাল মাহমুদ আব্দুল্লাহ । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।]
আমাদের মধ্যে অনেকেই আছি, যারা কম বেশি গল্প, উপন্যাস, কবিতা ইত্যাদি লিখে থাকি। কিন্তু সেটা প্রকাশ করার কোনো মাধ্যম খুজে পাইনা। তাই সে সকল লেখক/লেখিকা দের অনুপ্রানিত ও তাদের সৃষ্টিশীল লেখা প্রকাশ করে বাংলা সাহিত্যের ভান্ডার কে আরো কিছুটা সমৃদ্ধ করতে আমরা একটি উদ্যোগ গ্রহন করেছি। কারন, নিয়মিত সংবাদ প্রকাশের পাশাপাশি আমাদের বাংলা ভাষা ও সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করাও আমাদের অন্যতম লক্ষ্য।
তাই, আপনারা আপনাদের নিজস্ব সাহিত্য কর্ম গুলো কম্পোজ করে ফাইল টি পাঠিয়ে দিন নিচের ই-মেইল ঠিকানায়। আপনার লেখা যদি মান সম্মত ও নির্বাচিত হয়, তবে সর্বোচ্চ সাত দিনের মধ্যে তা আমাদের সাহিত্য কলামে প্রকাশ করা হবে। যারা জানেন না, তাদের কেও এই তথ্য টি শেয়ার করার জন্য অনুরোধ করছি। সেই সাথে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক করা ফেসবুক পেজে লাইক দিয়ে এক্টিভ থাকার জন্যেও অনুরোধ করছি। আমাদের সাথে থাকার জন্যে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও আমাদের নিয়মিত পাঠক হয়ে থাকবেন।
ধন্যবাদান্তে,
মোঃ দিদার হোসেন রাব্বী
বার্তা প্রতিনিধি,
বঙ্গ-নিউজ ডট কম
আপনার লেখা ই-মেইল করুনঃ nirjonrabby1@gmail.com
বাংলাদেশ সময়: ১:১৬:৫৬ ৬৯৭ বার পঠিত