মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৩
আগামী জানুয়ারিতে শাকিবের বধূবরণ!
Home Page » বিনোদন » আগামী জানুয়ারিতে শাকিবের বধূবরণ!বঙ্গ-নিউজ ডটকম:আগামী জানুয়ারীতেই নাকি বিয়ের করতে যাচ্ছেন ঢালিউডের নাম্বার ওয়ান খ্যাত শাকিব খান। ছেলের জন্য এরই মধ্যে অস্ট্রেলিয়া প্রবাসী এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে পছন্দ করে ফেলেছেন শাকিবের বাবা-মা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারীতেই বিয়ের কাজ শেষ করে ফেলতে চান নায়কের পরিবার। বিয়েতে নাকি কোন আপত্তি নেই শাকিবেরও। অনেক দিন ধরেই নাকি শাকিব খানের বিয়ে দিতে উঠেপড়ে লেগেছিল শাকিবের পরিবার। কিন্তু ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত বিয়ে করা হয়ে উঠেনি তার। সম্প্রতি হাতে কাজ কমে যাওয়ায় পরিবারের ইচ্ছাকে আর অগ্রাহ্য করতে পারছেননা তিনি। শাকিবও চাইছেন, বিয়ে করে নিজেকে একটু গুছিয়ে নিতে। জানা যায়, শাকিবের মায়ের এক ঘনিষ্ট বান্ধবীর কথায়ই অস্ট্রেলিয়া প্রবাসী ঐ মেয়ের সঙ্গে যোগাযোগ শুরু করেন শকাইবের এক বোন। এর কিছুদিন পর বিয়ের ব্যাপারে মেয়ের পরিবারের সম্মতি পাওয়া যায়। তাই আর দেড়ি করতে চাচ্ছেন না কোন পক্ষই। সবার সম্মতিতে আগামী জানুয়ারীতেই বিয়ের তারিখ নির্ধারণের প্রস্তুতি চলছে। তবে এখনো তারিখ নিশ্চিত না হলেও, জানুয়ারীতে শাকিবের বিয়ে নিশ্চিত, একথা বলা চলে।
বাংলাদেশ সময়: ১৬:২৭:১৬ ১০১৩ বার পঠিত