মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৩
আরেফিন রুমী কি তৃতীয় বিয়ে করছেন !
Home Page » আজকের সকল পত্রিকা » আরেফিন রুমী কি তৃতীয় বিয়ে করছেন !সম্প্রতি সঙ্গীতশিল্পী আরেফিন রুমীকে নিয়ে আলোচনার ঝড় উঠেছে। তিনি নাকি আরেক প্রেমে মশগুল হয়েছেন। কিছুদিন আগেই রুমী তার প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করেন গত বছরের ২৪ অক্টোবর। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী আরেক তরুণীর প্রেমে মজেছেন তিনি। এই নিয়ে দ্বিতীয় স্ত্রী কামরুন্নেসার সাথে তার বাক-বিতন্ডা ও মনোমালিন্য হয়েছে।
কয়েকটি সংবাদ মাধ্যমে এই খবর প্রচার হয়েছে। সেসব সংবাদ মাধ্যমে বলা হয়, আমেরিকা প্রবাসী এক কণ্ঠশিল্পী অভিযোগ করেছেন, দুই বউ ছাড়াও তৃতীয় কোনো নারীর সঙ্গে তার সম্পর্ক চলছে।
আরেফিন রুমী তার শ্বশুরবাড়ি যুক্তরাষ্ট্রেও তৈরি করেছেন স্টুডিও। সেখানে থেকেও গান করেন ও স্টেজ শো করেন। বিশ্বস্ত সূত্রের খবর হলো রুমী এবার নিউইয়র্ক প্রবাসী এক তরুণীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
এ মেয়ে আবার রুমীর প্রথম স্ত্রী অনন্যার বান্ধবী। ছোটবেলা থেকেই তার অনন্যার সঙ্গে মেলামেশা। আর সেই থেকে রুমির গানের ভক্ত সে।
রাতে ঘুমুতে যাওয়ার আগে রুমীর গান না শুনলে তার চোখের পাতা এক হয় না! সেই ভক্তকে নিয়ে এবার মেতেছেন রুমী। সুযোগ পেলেই দেখা করছেন, গানও শোনাচ্ছেন। আর এ খবর যে একেবারে চাপা আছে তা কিন্তু না। অনন্যা-কামরুন্নেসা দু’জনই শুনেছেন এ খবর। এমুখ-ওমুখ হতে হতে ফেসবুকেও ছড়িয়ে গেছে এই খবর।
সব মিলিয়ে তার দুই বউই জ্বলছেন এই আচরণে। জানা গেছে, এ নিয়ে অনন্যা প্রকাশ্যে কথা না বললেও নেসা রুমীকে অনেক বকাঝকা করেছেন। শুধু তাই নয়, এ নিয়ে বেশ ক’দিন কথাও বন্ধ ছিল দ’ুজনের।
সমপ্রতি আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক অনুষ্ঠানে ন্যক্কারজনক কান্ড ঘটিয়ে প্রবাসী বাঙালিদেরও লজ্জায় ডোবান আরফিন রুমী।
ওই অনুষ্ঠান প্রসঙ্গেই প্রত্যক্ষদর্শী আমেরিকা প্রবাসী কণ্ঠশিল্পী শেখ সাথী বলেন, ‘বিষয়টি দেখে আমি নিজেও লজ্জা পেয়েছি। তিনি যা করেছেন এটা কোনো শিল্পীর আচরণ নয়। প্রবাসী আয়োজকদের সাথে এমন আচরণে আমরা বাঙালিরা লজ্জায় পড়ে যাই। কারণ তরুণদের আয়োজনে এই অনুষ্ঠানে শুধু বাঙালিই থাকেন না। বিভিন্ন দেশের দর্শকরাও বাংলা গান শোনার জন্য এই অনুষ্ঠানে যোগ দেন। তাদের সামনে তিনি হিন্দি গান গাইতে শুরু করেন ও আয়োজকদের মারতে উদ্যত হন। এছাড়া মঞ্চে তিনি আয়োজকদের নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। একজন বাংলাদেশি শিল্পীর এ আচরণ আমাদের লজ্জায় মাথা হেট করে দিলো।
বাংলাদেশ সময়: ১৫:০৬:৪৩ ৪৯৬ বার পঠিত