মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৩

জাঃবিঃ শিক্ষকদের আন্দোলন স্থগিত

Home Page » আজকের সকল পত্রিকা » জাঃবিঃ শিক্ষকদের আন্দোলন স্থগিত
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৩



ju1.jpgজাঃবিঃ প্রতিনিধি,

বঙ্গ-নিউজ ডট কম:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে শিক্ষকদের আন্দোলন আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে সাধারণ শিক্ষক ফোরামের সদস্য সচিব কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার জানানো হয়, শিক্ষামন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে আমরা আমাদের আন্দোলন স্থগিত করেছিলাম ১৫ কর্ম দিবসের মধ্যে গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট জমা দেয়ার কথা ছিল রাষ্ট্রপতি দেশে ফিরে তদন্ত কমিটি অনুমোদন করে সেপ্টেম্বর হতে কমিটিকে ১৫ কর্ম দিবস সময় দেয়ার প্রেক্ষিতে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়েছে

এদিকে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিস অনুষদ জীব বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব নিয়ে জটিলতা তৈরি হয়েছে এর আগে থেকেই কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের জীব বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালন করে আসছেন অন্যদিকে সম্প্রতি প্রোভিসি অধ্যাপক এম মতিনকে বিজনেস স্টাডিস অনুষদের ইএমবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য ডিনের দায়িত্ব দেয়া হয়েছে তিনি এক সাথে দুটি প্রশাসনিক পদে থাকায় বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ অধ্যাদেশ লংঘন হয়েছে দাবি করে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে শিক্ষকরা গতকাল প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ইএমবিএ প্রোগ্রামে ভর্তির জন্য সাময়িকভাবে দায়িত্ব দেয়া হয়েছে

বাংলাদেশ সময়: ১৪:৪৭:০০   ৫০৪ বার পঠিত