মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৩

৩০ বছর পরেও লাশ অক্ষত !

Home Page » এক্সক্লুসিভ » ৩০ বছর পরেও লাশ অক্ষত !
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৩



c1.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ

চাঁদপুরের হাজীগঞ্জে ৩০ বছর পর কবরে অক্ষত লাশ পাওয়া গেছেপরে অবশ্য লাশটি পুনরায় দাফন করা হয়েছে

লাশটি শতবর্ষী হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের অলিপুর ঢালী বাড়ির মো. ইসমাইল হাজীরতিনি প্রায় ৩০ বছর পূর্বে মারা যান

ইসমাইল হাজীর এক আত্মীয়রা জানান, ত্রিশ বছর পূর্বে তার লাশ অলির মাজার সংলগ্ন চৌধুরী দিঘীর পশ্চিম-দক্ষিণ পাড়ে স্থায়ী কবরস্থানে দাফন করা হয়

চলতি বর্ষায় অতি বৃষ্টিতে কবরের মাটি সরে গেলে লাশের কিছু অংশ দেখা যায়পরে মাটি সরালে কবরের ভেতরে অক্ষত কাফনের কাপড়ও দেখা যায়

পরে স্থানীয় কয়েক ব্যক্তি লাশের ওপর মাটি দিতে গিয়ে দেখেন কাফনের কাপড়টি সম্পূর্ণ অক্ষত রয়েছে

বিষয়টি স্থানীয়দের নজরে এলে এক এক করে ওই এলাকার শত শত উৎসাহী মানুষ লাশ দেখতে ওই দিঘীর পাড়ে ভিড় জমায়। 

ইসামইল মিজির ছেলে আবদুল মমিন (৮৫) জানান, তিনি হেটে গিয়ে মক্কায় হজ্ব করেনএছাড়া তিনি আল্লাহওয়ালা লোক ছিলেন(সংগৃহীত)

বাংলাদেশ সময়: ১০:২৪:৩৭   ৪২০ বার পঠিত