সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৩
হেফাজত নেতা ওয়াক্কাসের ৫০ দিনের রিমান্ড আবেদন, বিকেলে শুনানি
Home Page » প্রথমপাতা » হেফাজত নেতা ওয়াক্কাসের ৫০ দিনের রিমান্ড আবেদন, বিকেলে শুনানিবঙ্গ-নিউজ ডটকম:হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের বিরুদ্ধে ৫ টি মামলায় ১০ দিন করে মোট ৫০দিনের রিমান্ড আবেদন করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ আবেদনের উপর আজ সোমবার বেলা তিনটায় মুখ্য মহানগর হাকিম আশিকুর রহমানের আদালতে শুনানির কথা রয়েছে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর মুফতি ওয়াক্কাসকে ডিবির ইন্সপেক্টর সারোয়ার হোসেন মুখ্য মহানগর আদালতের ম্যাজিষ্ট্রেট এরফান উল্লাহর আদালতে হাজির করে ২টি মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদন শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছিলেন আদালত।
মামলার আইও পুলিশ পরিদর্শক সারোয়ার হোসেন শীর্ষ নিউজকে জানান, মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের বিরুদ্ধে মারধর ভাঙচুর ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা দুটি মামলায় আদালতে ১০ দিন করে ২০ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে পল্টন ও মতিঝিল থানায় আরো ৩টি মামলায় ১০ দিন করে ৩০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আজ বেলা তিনটায় এ বিষয়ে শুনানি হবার কথা রয়েছে।
গত ২ সেপ্টেম্বর রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার শামসুল উলুম মাদ্রাসা থেকে ওয়াক্কাসকে গ্রেফতার করে ডিবি পুলিশ । গত ৫ মে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচিতে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ওয়াক্কাস বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির। তিনি এরশাদ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন।
শীর্ষ নিউজ ডটকম/আনোয়ার/এমএএইচ/টিএইচ
বাংলাদেশ সময়: ১৫:২৮:১৭ ৪৫৬ বার পঠিত