সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৩
বাংলাদেশীকে শ্বাসরোধ করে হত্যা করলো বিএসএফ
Home Page » আজকের সকল পত্রিকা » বাংলাদেশীকে শ্বাসরোধ করে হত্যা করলো বিএসএফবঙ্গ-নিউজ ডটকম:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বজলুর রশীদ নামে এক বাংলাদেশী কৃষককে শ্বাসরোধ করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মহাম্মদপুর সীমান্তের ১৫৭-১ (এস) পিলারের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাম্মদপুর গ্রামের ৪/৫ জন কৃষক সীমান্ত সংলগ্ন মাঠে ঘাস কাটতে যান। এসময় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বাউশমারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই কৃষকদের ধাওয়া করে। এসময় সবাই পালিয়ে আসতে সক্ষম হলেও বজলুর রশীদকে আটক করে তারা। এরপর শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাংলাদেশী ভূখণ্ডে ফেলে রেখে যায় বিএসএফ। নিহত বজলুর রশীদ মহাম্মদপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
পালিয়ে আসা কৃষকদের কাছ থেকে খবর পেয়ে ৩২ ব্যাটালিয়নের অধিনস্থ রামকৃষ্ণপুর বিজিবির সদস্যরা তার লাশ উদ্ধার করে।
৩২ ব্যাটালিনের অধিনায়ক লে. কর্ণেল কাজী আরমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ হত্যাকাণ্ডের ব্যাপারে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:৫৩:৫৪ ৪২৫ বার পঠিত