সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৩
দুনিয়ার কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না -নাসিম
Home Page » জাতীয় » দুনিয়ার কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না -নাসিমবঙ্গ-নিউজ ডটকম:আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেছেন, শেখ হাসিনা প্রধান থেকে সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। দুনিয়ার কোনো শক্তি নেই নির্বাচন ঠেকাবে। গতকাল রবিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নাসিম বলেন, সাড়ে ৪ বছর আন্দোলন করেছেন কিছুই করতে পারেননি; শুধু মানুষ ও পুলিশ খুন করেছেন। এখনও কিছুই করতে পারবেন না। আন্দোলনের ট্রেন চলে গেছে, নির্বাচনের ট্রেন শুরু হয়েছে। নির্বাচনে অংশ না নিলে এ ট্রেনও মিস করবেন। তাই মাথা ঠান্ডা করে নির্বাচনে অংশ নিন।
তিনি বলেন, ৫ বছরে অনেক সফলতা দেখিয়েছে সরকার। কৃষকের পণ্যের ন্যায্যমূল্য এবং কৃষিপণ্যে ভর্তুকি দিয়ে কৃষিক্ষেত্রে উন্নয়ন করে কৃষক খেয়ে পড়ে শান্তিতে আছে। জোট সরকারের আমলে বন্ধ মিল-কারখানা চালু করে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করেছে। ২৬ হাজার শিক্ষককে সরকারিকরণ করে শিক্ষকদের মর্যাদা দিয়েছেন। উত্তরবঙ্গে মঙ্গা দূর করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের দোষত্রুটি থাকতে পারে, জনগণ যদি আবার সুযোগ দেয়- তাহলে সমস্ত দোষত্রুটি সুধরে শেখ হাসিনার নেতৃত্বে এদেশকে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি শক্তিশালী দেশে পরিণত করা হবে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট তাদের আমলে দেশে জঙ্গিবাদ কায়েম করেছিল। সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। দেশের মানুষ শান্তিতে থাকতে পারেনি। দেশে এখন আর কোনো সন্ত্রাসবাদ নেই। দেশের মানুষ শান্তিতে রয়েছে।
বাংলাদেশ সময়: ২:৪৪:২৪ ৪৫২ বার পঠিত