সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৩

নাদাল-জোকোভিচ ফাইনাল

Home Page » খেলা » নাদাল-জোকোভিচ ফাইনাল
সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৩



421216842345_tmp.jpgবঙ্গ-নিউজ ডটকম:চলমান ইউএস ওপেনের ফাইনালে উঠে গেছেন সমকালীন টেনিসের অন্যতম সেরা তারকা রাফায়েল নাদাল। ফাইনালে নাদাল মোকাবেলা করবেন নাম্বার ওয়ান জোকোভিচকে।সেমিফাইনালে দুই ঘণ্টা ২১ মিনিটের ম্যাচটি নাদাল জিতেছেন প্রবল প্রতাপ বিস্তার করে। যদিও পুরো টুর্নামেন্টে প্রথমবার তিনি সেমিফাইনালেই সার্ভ ড্রপ করেছেন।

২০১০ সালের চ্যাম্পিয়ন নাদাল ২০১৩ সালে হার্ড কোর্টে খেলা একটি ম্যাচও হারেননি। ২১ ম্যাচের প্রতিটিতেই প্রতিপক্ষকে পরাস্ত করেছেন তিনি। আর একটি ম্যাচে জয় নিশ্চিত করতে পারলেই চ্যাম্পিয়ন হয়ে যাবেন এই স্প্যানিয়ার্ড।

হাঁটুর ইনজুরির কারণে গত বছর খেলতে পারেননি নাদাল। তাই এবার শিরোপা জিতেই নিজের সেরাটা দেখাতে চান তিনি। নাদাল বলেন, “এই টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এটি স্বপ্ন পূরণের মতো বিষয়। আমি খুবই খুশি।”

ফাইনালের প্রতিপক্ষ জোকোভিচ সম্পর্কে নাদাল বলেন, “সে অসাধারণ। তার সাথে ফাইনালের লড়াইটি খুব কঠিন হবে বলে মনে করি। তবে আমিও প্রস্তুত।”

এদিকে স্ট্যানিসলাসকে ওরিঙ্কাকে হারিয়ে ফাইনালে উন্নীত হওয়া জোকোভিচও মুখিয়ে আছেন লড়াইয়ের জন্য।

বাংলাদেশ সময়: ২:০১:১৬   ৪৫২ বার পঠিত