সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৩

‘বাংলাদেশের অন্য সিনেমা’ কলকাতায় প্রকাশিত

Home Page » শিক্ষাঙ্গন » ‘বাংলাদেশের অন্য সিনেমা’ কলকাতায় প্রকাশিত
সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৩



tyyt1.jpgবঙ্গ-নিউজ ডটকম:

মূল ধারার বাণিজ্যিক ছবির বাইরেও সমান্তরাল সিনেমার যে চর্চা হয়ে আসছে গত তিন দশক ধরে, তারই ইতিহাস সম্পাদনা করেছেন সুশীল সাহা। কলকাতার অভিযান পাবলিশার্স সদ্য প্রকাশ করল ছটি খণ্ডে বাংলাদেশের সমান্তরাল সিনেমার এই ইতিহাস।বইয়ের নাম ‘বাংলাদেশের অন্য সিনেমা’। সম্প্রতি কলকাতার রুশ ভাষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্র গোর্কি সদনে, আইজেনস্টাইন সিনে ক্লাবের সঙ্গে অভিযানের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো।এর মাধ্যমে বোঝানো হয়েছে শুধুই বাণিজ্যিক গতে বাঁধা নাচ-গান-মারামারির ছবি তৈরি হয় না বাংলাদেশে, বরং এমন অনেক অন্য ধারার ছবি তৈরি হয়, যা চিন্তার খোরাক জোগায়। সেরকম ধাচে তৈরী সিনেমার কথা লেখা এই বইটি।

এসময়, আলোচকরা বলেন, অজানা থেকেই আসে অজ্ঞানতা। বাংলাদেশেও যে ভালো ছবি তৈরি হয়, সেটাই অনেকে জানেন না। এমনকি বাংলাদেশের মানুষদের অনেকেই খবর রাখেন না।

প্রয়াত তারেক মাসুদের বিখ্যাত ছবি ‘মাটির ময়না’ই ছিল এ ব্যাপারে মোড় ঘোরানো, নয়া নজির তৈরি করা একটি ছবি, যা আরও বহু নবীন চিত্র পরিচালককে উদ্দীপিত করেছিল।

বাংলাদেশের অন্য ধারার সিনেমা নিয়ে এ ধরনের বই পশ্চিমবঙ্গে সম্ভবত এই প্রথম। প্রকাশক সংস্থা অভিযান পাবলিশার্স-এর কর্ণধার মারুফ হোসেন জানালেন, বাংলাদেশেও সম্ভবত এমন বই এখন আর নেই। আগে একটি বই পাওয়া যেত, যেটি এখন আউট অফ প্রিন্ট।

বাংলাদেশ সময়: ১:৩১:২১   ৪০২ বার পঠিত