সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৩

সাফের ফাইনালে আফগানরা

Home Page » খেলা » সাফের ফাইনালে আফগানরা
সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৩



359052.jpgবঙ্গ-নিউজ ডটকম:গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক নেপালকে প্রথম সেমিফাইনাল কাঁদিয়ে ফাইনালে উঠল আফগানিস্তান। গতকাল দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালের উপচেপড়া দর্শকদের সামনে আফগানিস্তান স্বাগতিকদের হারায় ১-০ গোলে। খেলার ১১ মিনিটে আফগানিস্তানকে এগিয়ে দেন সানজার আহমাদি। তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়েও শেষ পর্যন্ত গোল শোধ করতে পারেনি নেপালিরা। আজ মালদ্বীপ ও ভারতের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। এর আগে গ্রুপ পর্বে নেপাল বাংলাদেশকে ২-০ গোলে ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ২-১ গোলে হারায়। আর পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয় নেপাল। অন্যদিকে আফগানিস্তান ভুটানকে ৩-০, শ্রীলঙ্কাকে ৩-১ ও মালদ্বীপের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপের দ্বিতীয় হয়।

বাংলাদেশ সময়: ১:০০:১০   ৩৯৭ বার পঠিত