সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৩

আবারও বৈধ হওয়ার সুযোগ দেবে মালয়েশিয়া

Home Page » সারাদেশ » আবারও বৈধ হওয়ার সুযোগ দেবে মালয়েশিয়া
সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৩



aggh1.jpgবঙ্গ-নিউজ ডটকম:

মালয়েশিয়া সরকার দেশটিতে অবৈধভাবে বসবাসকারী শ্রমিকদের আবারো বৈধতার সুযোগ দেবে।সম্প্রতি অবৈধ শ্রমিকদের আটক অভিযান শুরুর পর বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এদের বৈধতার সুযোগ দেয়ার অনুরোধ জানানো হয়।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইংরেজি দৈনিক ডেইলি ষ্টারকে দেয়া এক সাক্ষাতকারে জানান, অবৈধ শ্রমিকদের বৈধকরণের সুযোগ দেয়া হবে বলে। আগামী মাস থেকে শুরু হতে পারে ৬-পি নামের বিশেষ এই কমসূচি।

মালয়েশিয়ার ডেইলি স্টার পত্রিকার প্রতিবেদনে আরো বলা হয়েছে, দেশটিতে বসবাসকারী আড়াই লক্ষাধিক বাংলাদেশিসহ প্রায় ২০ লাখ অবৈধ অভিবাসী শ্রমিকের বেশির ভাগই এই সাধারণ ক্ষমার সুযোগ পাবে। এজন্য তিন সপ্তাহ সময় পাবে সংশ্লিষ্টরা। দেশটির নতুন এই সিদ্ধান্তের ফলে আটক বাংলাদেশিসহ অন্য সকল দেশের অবৈধ নাগরিককে আর নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে না।

উল্লেখ্য, মালয়েশিয়া সরকার একাধিকবার অবৈধ অভিবাসীদের বৈধ হতে সাধারণ ক্ষমা ঘোষণার সুযোগ দিয়েছে। সব শেষ গত বছরও এমন সুযোগ দিয়েছিল দেশটির সরকার।

বাংলাদেশ সময়: ১:২৯:০২   ৪০৩ বার পঠিত