রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৩
খালেদার জনসভায় যুদ্ধাপরাধীদের মুক্তির দাবি
Home Page » আজকের সকল পত্রিকা » খালেদার জনসভায় যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিবঙ্গ-নিউজ ডটকম: যুদ্ধাপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত নেতাদের মুক্তির দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে নরসিংদীতে খালেদা জিয়ার জনসভায় অংশ নিয়েছেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।
‘আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাতিল কর’, ‘জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল বেআইনি’- ইত্যাদি শ্লোগান লেখা ডিজিটাল ব্যানারও দেখা গেছে নরসিংদীর দোগরিয়ার বালুর মাঠের দুই পাশ এবং ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে।
বেলা ১২টায় জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনের সভাপতিত্বে এ মাঠে ১৮ দলীয় জোটের এই জনসভার কার্যক্রম শুরু হয় বিকাল পাঁচটার কিছুক্ষণ আগে সভামঞ্চে পৌঁছে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বালুর মাঠের দুই পাশে যুদ্ধাপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক জামায়াত আমির গোলাম আজম, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামানের ছবি সংবলিত ব্যানারের পাশাপাশি একই ধরনের মামলায় অভিযুক্ত মতিউর রহমান নিজামীর ছবিসহ ডিজিটাল ব্যানার দেখা যায়, যাতে এই জামায়াত নেতাদের মুক্তি চাওয়া হয়েছে।
জনসভা মঞ্চের সামনের দিকে ও পূর্ব পাশে জামায়াত ও শিবিরের ব্যাপক নেতা-কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
এর আগেও বিএনপি ও ১৮ দলীয় জোটের বিভিন্ন সমাবেশে একই দাবি জানিয়েছে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দলটি।
গঠনতন্ত্র দেশের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় হাই কোর্ট ইতোমধ্যে নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন বাতিল করেছে। একাত্তরে ভূমিকার জন্য সুপ্রিম কোর্টে জামায়াত নিষিদ্ধেরও দাবি জানিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
বাংলাদেশ সময়: ১৮:৩১:০৪ ৪৭১ বার পঠিত