রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৩

থ্রিজি নিলামে গ্রামীণ ফোন পেল ১০ মেগাহার্টজ অন্যরা ৫ মেগাহার্টজ

Home Page » প্রথমপাতা » থ্রিজি নিলামে গ্রামীণ ফোন পেল ১০ মেগাহার্টজ অন্যরা ৫ মেগাহার্টজ
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৩



3g-iphone-graphic1.jpgবঙ্গ-নিউজ ডটকম:৩য় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তির (থ্রিজি)র নিলামের ১০ মেগাহার্টজ তরঙ্গ পেলো গ্রামীণফোন। প্রায় ২ কোটি ১০ লাখ ডলারে তরঙ্গ কিনছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।  দেশের চার বেসরকারি মোবাইল  ফোন অপারেটর রাজধানীর হোটেল রূপসী বাংলায় এই নিলামে অংশ নিচ্ছে। তবে ১০  মেগাহার্টজ তরঙ্গের জন্য প্রথম বিডে গ্রামীণফোন ছাড়া আর কোন প্রতিষ্ঠান অংশ নেয়নি। ওই দামে অন্য কোন অপারেটরও ১০ মেগাহার্টজ তরঙ্গ নিতে রাজি হয়নি। দ্বিতীয় পর্যায়ে নিলামে ৫ মেগাহার্টস করে মোট ১৫ মেগাহার্টজ কিনে নিয়েছে বাংলালিংক, রবি ও এয়ারটেল। মোট ৪০ মেগাহার্টজের নিলাম অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নিলামে গ্রামীণফোন ১০ মেগাহার্টজ আর বাকি তিনটি অপারেটর ১৫ মেগাহার্টজ কিনে নেয়ায় আরও ১৫ মেগাহার্টজের নিলাম হবে। এই ডাকে একের অধিক অপারেটর রাজি থাকলে আবার ডাক হবে। প্রতি ডাকে এক মিলিয়ন ডলার করে দর বাড়াবে বিটিআরসি। রোববার বেলা সোয়া ১১টার দিকে এই নিলাম শুরু হয়। নিলামে অংশগ্রহণকারী চার অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল ও রবির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ পাঁচজন করে প্রতিনিধি প্রত্যেক কোম্পানির জন্য বরাদ্দ টেবিলে বসেন। টেলিযোযোগমন্ত্রী সাহারা খাতুন, বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোসসহ কমিশনাররা নিলাম অুনষ্ঠানে উপস্থিত রয়েছেন। অপারেটররা ১৫ বছরের জন্য থ্রিজি লাইসেন্স পাবে।

বাংলাদেশ সময়: ১৩:২১:৫১   ৪৯২ বার পঠিত