রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৩

অস্ট্রলিয়ায় যেতে ব্যাকুল তামিম

Home Page » খেলা » অস্ট্রলিয়ায় যেতে ব্যাকুল তামিম
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৩



বঙ্গ-নিউজ ডটকম:শ্রীলঙ্কা সফরের সময়ই জানা গিয়েছিল তার হাতের ইনজুরি সারাতে দরকার অপারেশন। কিন্তু সময় হয়ে উঠছে না তামিম ইকবালের। হাতের ব্যথা নিয়েই খেলে যাচ্ছেন। আর ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন একটা লম্বা ছুটি পেলেই ছুটে যাবেন অস্ট্রেলিয়াতে। সেখানেই তিনি সারতে চান হাতের অপরারেশনটা। গতকাল ব্রাদার্সের অধিনায়ক হিসেবে যাত্রার শুরুর পরaaf3b9c2c7_tamim2830559353_tmp.jpg এ তথ্য দেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। তিনি বলেন, ‘এখনও হাতে বেশ ব্যথা আছে। এ ব্যথা নিয়েই খেলছি। চিকিৎসকরাতো কবেই বলেছেন- আপারেশ করতে। তবে তার জন্য আমার একটা ২/৩ মাসের গ্যাপ দরকার। আর সেই গ্যাপটা পেলেই আমি অস্ট্রেলিয়াতে যাব অপারেশনটা সেরে নিতে।’ ঢাকা প্রিমিয়ার লীগে ব্রাদার্স ইউনিয়ন লি. অধিনায়ক হিসেবে  মাঠে নামবেন তামিম ইকাবল। তবে তার আগে তিনি কতটা ফিট লীগে খেলা চালিয়ে যেতে? এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘এখন বেশ ভাল আছি। অন্য কোন সমস্যা না থাকলেও হাতের ব্যথাটাতো আছেই। তবে আশা করি খেলা চালিয়ে যেতে পারবো।’ তবে হাতের ইনজুরি তার পারফরমেন্সে প্রভাব ফেলছে কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘দেখুন ইনজুরি ছোট হোক আর বড় তার প্রভাবতো আছেই। এটাকে ছোট করে  দেখার কিছু নেই। আর ইনজুরি থাকলে সমস্যাতো কিছুটা হবেই।’ তবে তামিম ইকবাল কবে অস্ট্রেলিয়া যাবেন তার উত্তর এখনই তার পক্ষে দেয়া কঠিন। কারণ ঢাকা ঢাকা প্রিমিয়ার লীগ চলাকালীন সময়ে অক্টোবরেই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। তাই ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত তার জন্য কোন সুযোগ নেই। এছাড়াও ২০১৪ সালের জানুয়ারিতে বিপিএল হওয়া  যেমন কথা রয়েছে তেমনি বাংলাদেশ আসবে শ্রীলঙ্কা জাতীয় দলও। এরপর  ফেব্রুয়ারিতে এশিয়া কাপ ও  মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তামিম ইকবালের ধারণা অনুযায়ী অপারেশনের  জন্য প্রয়োজন ২ মাসের একটি গ্যাপ তাই টি- টোয়েন্টি বিশ্বকাপের আগে তার জন্য এতটা সময় নেই। কিংবা নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফর শেষ হলেও তিনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন।

বাংলাদেশ সময়: ০:৪৯:৪২   ৪৫৪ বার পঠিত