শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৩

দেশ নির্বাচনের দিকে তাকিয়ে আছে: সুরঞ্জিত

Home Page » প্রথমপাতা » দেশ নির্বাচনের দিকে তাকিয়ে আছে: সুরঞ্জিত
শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৩



suronjit-new-tm.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, নির্দলীয় সরকার না হলে নির্বাচন বয়কটের হুমকি দিলেও ভোটের প্রস্তুতি বিএনপি ঠিকই নিচ্ছে।”দেশ নির্বাচনের দিকে তাকিয়ে  আছে। একদল প্রকাশ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ১৮ দল তথা বিরোধী দল তলে তলে প্রস্তুতি নিচ্ছে, ওপরে ওপরে বিরোধিতা করছে।”

শনিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত এ কথা বলেন।

সংসদ নির্বাচনকালীন সরকারের ধরন নিয়ে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে গত বুধবার আনুষ্ঠানিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

অন্যদিকে প্রধান বিরোধী সংবিধান সংশোধনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

দলীয় সরকারের অধীনে নির্বাচনে সমান সুযোগ থাকতে না বলে যে অভিযোগ বিএনপি করে আসছে, তা উড়িয়ে দেন সংবিধান প্রণেতাদের অন্যতম সুরঞ্জিত।

“সরকারি দলের এমপিরা যেমন থাকবেন, তেমনি বিরোধী দলের এমপিরাও থাকবেন। পধানমন্ত্রী তার পতাকা নিয়ে চলবেন, বিরোধীদলীয় নেতাও তো পতাকা নিয়ে চলবেন। আগামীকাল নরসিংদীতে কি উনি (খালেদা জিয়া) পতাকা ছেড়ে যাবেন?”

“সরকারি ও বিরোধী দল সবাই সমান সুযোগ পাবেন। যারা বলছেন পাবেন না, এটা খোঁড়া যুক্তি।”

আপত্তির বিষয়গুলো নিয়ে আলোচনায় আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

“প্রধানমন্ত্রী একটি বিকল্পের কথা বলেছেন। দ্বিতীয় কোনো বিকল্প থাকলে বিরোধ দল সেটা সংসদে দিতে পারে। বিরোধী দলের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে তবে আসুন সংসদে বসে আলোচনা করি।”

বিরোধী দল রাজনৈতিক সঙ্কট তৈরির চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন সুরঞ্জিত।

“সঙ্কট সৃষ্টি করে অসাংবিধানিক কাউকে ক্ষমতায় আনার অপচেষ্টা করলে তার জন্য দায়ী থাকবে বিরোধী দল।”

বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ওই আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন সুরঞ্জিত। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি নাজমুল হক নাজিম।

বাংলাদেশ সময়: ১৫:৫০:১৩   ৪০২ বার পঠিত