শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৩

আগামীকাল থ্রি-জি নিলাম,সিটিসেল নেই

Home Page » জাতীয় » আগামীকাল থ্রি-জি নিলাম,সিটিসেল নেই
শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৩



3g-iphone-graphic.jpgবঙ্গ-নিউজ ডটকম:৩য় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবার (থ্রি জি) নিলাম আগামীকাল রোববার। সকাল সাড়ে নয়টায় হোটেল রুপসী বাংলায় এ নিলাম অনুষ্ঠিত হবে। এটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নিলাম সংশ্লিষ্টরা জানান, এতে অন্তত ৫ হাজার কোটি টাকার স্পেকট্রাম বরাদ্দ দেয়া হবে চারটি মোবাইল ফোন অপারেটরকে৷ তবে অপারেটররা বেশি স্পেকট্রাম নিলে টাকার অঙ্ক ৬ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে৷ আর টেলিটককে ইতিমধ্যে যে স্পেকট্রাম দেয়া হয়েছে, তার দাম ভ্যাটসহ প্রায় দুই হাজার কোটি টাকা। এর আগে নিলামে অংশ নিশ্চিত করতে বিড আর্নেস্ট মানি জমা দিয়েছে গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল ও রবি। প্রতি অপারেটর ২ কোটি মার্কিন ডলারের পে-অর্ডার জমা দেয়। গত ২৯শে আগষ্ট নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদের কাছে এ টাকা জমা দেয় অপারেটরারা। ছয় অপারেটরের মধ্যে রাষ্ট্রায়ত্ত টেলিটক পরীক্ষামূলক থ্রি জি সেবা দিচ্ছে। চূড়ান্ত নীতিমালা অনুযায়ী টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে, সে পরিমাণ টাকা দিয়েই টেলিটককে লাইসেন্স নিতে হবে। অপারেটররা ১৫ বছরের জন্য থ্রি-জি লাইসেন্স পাবে। এদিকে নিলামে অংশগ্রহণে যোগ্য বিবেচিত হওযার পরও দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল ওই টাকা জমা দেয়নি। এর ফলে সিটিসেল আগামীকাল অনুষ্ঠেয় নিলামে অংশ নিতে পারবে না। বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, আর্থিক সমস্যার কথা উল্লেখ করে সিটিসেল টাকা জমা দেয়ার সময় বৃদ্ধি ও স্পেকট্রাম রাখার সুপারিশ করেছে। সিটিসেলের এ সুপারিশ রাখার কোন সুযোগ নেই। তবে নিলামের পর যদি স্পেকট্রাম বাকি থাকে, তাহলে নিয়ম অনুযায়ী তা বিক্রি করা হবে। সিটিসেল নিলামে না আসাতে প্রতিযোগিতা কমে যাবে কি না জানতে চাইলে বিটিআরসি প্রধান বলেন, নিলামে প্রতিযোগিতার সুযোগ রাখা হয়েছে, প্রথম ফেইজে দুটি ব্লকে নিলাম হবে। সিটিসেল নিলামে এলে একজন অপারেটর বাদ পড়ার সম্ভাবনা থাকতো, তাই প্রতিযোগিতাও বেশি থাকত। এদিকে নিলামের আগেই অপারেটরদের থ্রি-জি প্রযুক্তি পাওয়া নিশ্চত হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিটিআরসি। সংশ্লিষ্টরা জানান, আগে থেকে নিশ্চিত হওয়ায় এখন নিলামে দাম উঠবে না। এটাই স্বাভাবিক। নিলামে অংশ নেয়া অপারেটররা এরইমধ্যে নিজেরা একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছেছেন। এতে আথির্কভাবে লাভবান হবে অপারেটররা। এ প্রসঙ্গে বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, নিলামে প্রতিযোগিতা হবে৷ কারণ অপারেটরদের ফোরজি ও এলটিই-র জন্য এখনই স্পেকট্রাম নিতে হবে৷ হাতে আছে মাত্র ৪০ মেগাহার্টস স্পেকট্রাম৷ এখন না নিলে নতুন করে আর তাদের স্পেকট্রাম দেয়া হবে না৷

বাংলাদেশ সময়: ১২:২৩:১৯   ৪০৭ বার পঠিত