শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৩
শনিবার থেকে শুরু হচ্চে হজ ফ্লাইট
Home Page » জাতীয় » শনিবার থেকে শুরু হচ্চে হজ ফ্লাইটবঙ্গ-নিউজ ডটকম:এ বছরের প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে শনিবার। উদ্বোধনী দিনে তিনটি ফ্লাইটে এক হাজার ৫৩৫ জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দায় যাবেন। শনিবার দুপুর ১ টা ৪৫ মিনিটে ৫৮০ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি ঢাকা ছাড়বে। দ্বিতীয় ফ্লাইটটি যাবে বিকেল সাড়ে ৪ টায় এবং তৃতীয় ফ্লাইটটি রাত ৮ টায়। দ্বিতীয় ফ্লাইটেও ৫৮০ জন এবং তৃতীয় ফ্লাইটে ৩৭৫ জন হজযাত্রী সৌদি আরব যাবে। ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী হচ্ছে ৮৯ হাজার ১৭৫ জন।
বাংলাদেশ সময়: ১১:২৬:০০ ৩৯৫ বার পঠিত