শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৩

সেক্সের ব্যাপারে সবার শেষে ভারতীয় ছেলেরা,ব্রিটেনের নারীরা ১ম

Home Page » বিনোদন » সেক্সের ব্যাপারে সবার শেষে ভারতীয় ছেলেরা,ব্রিটেনের নারীরা ১ম
শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৩



indian_woman_sketch_by_onewingedjeeby.jpgবঙ্গ-নিউজ ডটকম:বিশ্বের অনেক কিছুতেই বেশ পিছনের সারিতে ভারত। ফুটবল থেকে জীবনযাত্রার মান অনেক কিছুতেই একেবারে পিছনের সারিতে ভারতীয়রা। কিন্তু এ বার ভারতীয় পুরুষরা এমন একটা বিষয়ে সবার শেষে থাকলেন যা নিয়ে মুখ খুলতে চাইবেন না কেউ। বিশ্বের এক জনপ্রিয় স্বাস্থ্য ম্যাগাজিনের সমীক্ষায় উঠে এল সেক্সের বিষয়ে ভারতীয় পুরুষরা একেবারে লাস্ট বয়। ৩০টি দেশের ৫০, ৭৯৬ জন পুরুষদের উপর সমীক্ষা চালিয়ে এই তালিকা প্রকাশ করা হয়। তাতে দেখা যায় সেক্সের বিষয়ে প্রায় সব বিষয়েই ডাহা ফেল করেছেন ভারতীয় পুরুষরা। গোটা বিশ্বে যখন পুরুষরা দিনে অন্তত দুবার সেক্স করেন, সেখানে সপ্তাহে একেবারেরও কম সেক্স করেন ভারতীয়রা। যৌন সঙ্গির সংখ্যার বিচারেও বেশ পিছিয়ে ভারতীয় পুরুষরা। তালিকায় সবার আগে থাকা ক্রোয়েশিয়ার পুরষরা সপ্তাহে অন্তত ১৪ বার সেক্স করে থাকেন বলেও সমীক্ষায় প্রকাশ। সেক্সে বৈচিত্র্যহীনতাতে অবশ্য ভারতীয় পুরুষরা বেশ ভাল নম্বর পেয়েছেন। এখানে বাজিমাত করেছেন ক্রোটরা। আউটডোর সেক্সে লেটারমার্কস পেয়েছেন ক্রোয়েসিয়ান পুরুষরা। পুল, পার্ক, গাড়িতে কৌশলে সেক্স করে মেয়েদের মন জিতে নিয়েছেন ক্রোয়েশিয়ান পুরুষরা। পুরুষ ও মহিলাদের মোট হিসাবে ধরলে এই তালিকায় সবার আগে ব্রিটিশরা। ব্রিটিশ মহিলারা সেক্সের বিষয়ে সবার আগে আছেন। সমীক্ষায় দেখা যাচ্ছে অন্তত ৬০ ভাগ ব্রিটিশ মহিলারা বলেছেন,তাঁরা ৯ জন পুরুষের সঙ্গে যৌনতায় অংশ নিয়েছেন। তবে এই সমীক্ষায় সবচেয়ে তৃপ্তিদায়ক খবর ডাচ পুরুষরা পেয়েছেন। বিশ্বের মধ্যে একমাত্র নেদারল্যান্ডসের মহিলারা বলছেন, সেক্স করার পর তাঁরা দারুণরকম তৃপ্তি পেয়েছেন। যে ম্যাগাজিনটি এই সমীক্ষা চালিয়ে সেই `ম্যানস হেলথ`-এর সম্পাদক জামাল শাইক বলেছেন, অনেক তথ্য, পরিসংখ্যান, পরিশ্রমের পর এই তালিকা প্রকাশ করা হল। তালিকায় ভুলের সম্ভাবনা প্রায় নেই বলেও তিনি দাবি করেন। তবে তিনি বলেন, একটা কথা পরিষ্কার গোটা বিশ্বই এখন সেক্স বিষয়টা নিয়ে দারুণ সিরিয়াস হয়েছে। সেক্স মানে যে শুধু দায়-দায়িত্ব নয়, জিনিসটা মজার, উপভোগ আর দারুণ তৃপ্তির সেটা গোটা বিশ্বই বুঝতে পারছে।

বাংলাদেশ সময়: ৩:৩৫:৩৭   ২২৬৩ বার পঠিত