শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৩
উল্টো বিপাকে জিম্বাবুয়ে,টার্গেট ৩৪২
Home Page » খেলা » উল্টো বিপাকে জিম্বাবুয়ে,টার্গেট ৩৪২বঙ্গ-নিউজ ডটকম:হারের আশঙ্কা উড়িয়ে এখন জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান। অভিজ্ঞ ইউনুস খান অনবদ্য ডাবল সেঞ্চুরি উপহার দিয়ে দলকে মজবুত অবস্থানে পৌঁছে দেন। শুক্রবার দ্বিতীয় ইনিংস ৯ উইকেটে ৪১৯ রানে ঘোষণা করায় জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৪২ রান। দিন শেষে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে স্বাগতিকরা ১৩ রান তুলতেই হারিয়ে ফেলে ওপেনার মায়ওয়োকে। শনিবার হারারের এ টেস্টের শেষ দিন। ইউনুস ২০০ রানে অপরাজিত থাকেন। ডাবল সেঞ্চুরি করাটাও হয় নাটকীয়ভাবে। ১৯২ রানে দাঁড়িয়ে তখন ইউনুস খান। টেস্টে ব্যক্তিগত চতুর্থ ডাবল সেঞ্চুরির অনন্য এক মাইল ফলকের সামনে তিনি। অধিনায়ক মিসবাহ সঙ্কেত পাঠালেন এক ওভার পরেই ইনিংস ঘোষণা করা হবে। এই ছয় বলে যা পরো করো। পরের বলে নিলেন দুই রান। মিসবাহর বেধে দেয়া পরের ওভারের দুই বল খেলে ফেললেন রাহাত আলী। তৃতীয় বল মোকাবিলায় গেলেন ইউনুস। ডাবল সেঞ্চুরির জন্য তার দরকার ৬ রান। ১৯৪ রানে দাঁড়িয়ে বল পাঠিয়ে দিলের গ্যালারিতে। টেস্টে বক্তিগত চতুর্থ ডাবল সেঞ্চুরি(২০০*) পূরণ করে ব্যাট উচু করে ধরলেন গ্যালারির দিকে। ২২তম টেস্ট সেঞ্চুরি দলকে বাঁচালের লজ্জার হাত থেকে। জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩৪১ রানের লীড নিয়ে দলের জয়ের পথ প্রশস্ত করলেন। রাহাত আলী শেষ উইকেট হিসেবে অপরাজিত ছিলেন ৩৫* রান করে। ৩৩১ রানে নবম উইকেট পড়ার পর ৮৮ রান যোগ হয় দশম উইকেটে।
বাংলাদেশ সময়: ২:৫১:৩৬ ৪১০ বার পঠিত