শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৩
ইডেনে ছাত্রীহলে ছাত্রলীগ নেতা!
Home Page » শিক্ষাঙ্গন » ইডেনে ছাত্রীহলে ছাত্রলীগ নেতা!বঙ্গ-নিউজ ডটকম:ইডেন সরকারি মহিলা কলেজের এক ছাত্রীর কক্ষে ঢুকে পড়লেন ছাত্রলীগের এক নেতা। কোনো ছাত্রীর কক্ষে পুরুষের প্রবেশ নিষিদ্ধ থাকলেও ওই নেতা তার তোয়াক্কা করেন নি। ওই নেতা শুধু কক্ষে প্রবেশ করেই ক্ষ্যান্ত হননি, প্রায় দেড় ঘন্টা সময় সেখানে অবস্থান করেন। এ নিয়ে সাধারণ ছাত্রীদের মধ্যে ক্ষোভ চলছে। ছাত্রীরা অভিযোগ করেছেন, ইডেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান অর্চির রুমে ঢুকে পড়েন ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব হাসান সুইম। এসময় সুইম সেখানে প্রায় দেড় ঘন্টা সময়ও কাটান। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন ইসরাত জাহান অর্চি। ছাত্রী হলে ছাত্রনেতার অবস্থানের প্রতিবাদে নিরাপত্তা হীনতার কথা উল্লেখ করে অধ্যক্ষের কাছে চিঠিও লিখেছে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী। চিঠির অনুলিপি শিক্ষামন্ত্রীসহ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও বিভিন্ন গণমাধ্যমেও পাঠানো হয়েছে। রাজিয়া সুলতানা হলের ছাত্রীরা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে কোনো আন্দোলনেনা গেলেও গণমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন তারা। উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েদের হলে ছেলেদের অবাধ প্রবেশে উদ্বেগের বিষয় বলেও মনে করছেন অভিভাবকরা। নামপ্রকাশে ভীত ইডেনের রাজিয়া হলের ছাত্রীদের পক্ষ থেকে অধ্যক্ষকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, “ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব হাসান সুইম গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ইডেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান অর্চির রুমে (২০১) প্রবেশ করেন। দেড় ঘণ্টা সেখানে অবস্থান করেবিকেল সাড়ে ৪টায় বেরিয়ে যান। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তিনি এ কাজ করেছেন।” চিঠিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, “ছাত্রী হলে ছেলেদের অবাধ প্রবেশ ও অবস্থানমেয়েদের নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে। এমন অবস্থা চলতে থাকলে ইডেন কলেজেরসুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি অভিভাবকরাও উদ্বিগ্ন থাকবেন। ভবিষ্যতে অভিভাবকরা তাদের সন্তানদের ইডেনে পাঠাতে চিন্তা করবেন।’তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানানো হয়েছে চিঠিতে। ইডেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান অর্চি এ অভিযোগ অস্বীকার করেছেন। পরিবর্তন ডটকমের কাছে অর্চি দাবি করেন, “আমার রুম নাম্বার ২১০। আমার বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগ মিথ্যা। এটা মেয়েদের কলেজ এখানে ছেলেদের প্রবেশের সুযোগ নেই। আমার শত্রুরাই এটা রটিয়েছে।” অর্চি আরো বলেন, “আগামীকাল (শনিবার) আমাদের কলেজে প্রধানমন্ত্রী আসছেন তাই ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে। এ অবস্থায় সুইমের আসার কোন সুযোগ নেই।” নাম প্রকাশে অনিচ্ছুক ইডেন কলেজের এক ছাত্রলীগকর্মী পরিবর্তন ডটকমকে বলেন, “সুইম তার প্রভাব এবং ক্ষমতার সুযোগনিয়ে বিভিন্ন নারীনেত্রীর সাথে সখ্যতা গড়ে তোলেন। এর আগেও অর্চি এবং সুইমের সহযোগিরা ঢাকা কলেজ, ইডেন কলেজসহ বিভিন্ন জায়গায় আড্ডা দেন। অর্চি মাঝেমাঝেই সুইমের বাইকে ঘুরে বেড়ান। সুইম এবং তার বন্ধুরা মাঝে-মাঝেই কলেজের মাঠে এসে আড্ডা দেন।” ইডেন কলেজের কলেজের অধ্যক্ষ রওশন আরা এ ব্যাপারে কোন অভিযোগ পাননি বলে সাংবাদিকদের জানিয়েছেন। ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব হাসান সুইমের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। রিং হলেও তিনি ফোন ধরেননি। ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি ফুয়াদ হাসান পল্লবের নাম্বারও বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ২২:৩৮:১২ ৫৪১ বার পঠিত