বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৩

কুড়িগ্রামে দেশের ১৮তম স্থলবন্দর

Home Page » আজকের সকল পত্রিকা » কুড়িগ্রামে দেশের ১৮তম স্থলবন্দর
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৩



kuri1.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ

দেশের ১৮তম স্থলবন্দর হিসেবে কার্যক্রম শুরু করলো কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর। বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম উদ্বোধন করা হয়।

 প্রাথমিকভাবে এই বন্দর দিয়ে ১২টি পণ্য আমদানি ও সব ধরনের পণ্য রপ্তানি করা যাবে। ভারত থেকে ৭৫ মে. টন কয়লা আমদানির মাধ্যমে শুরু হয়েছে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম। দেশের ১৮তম এ বন্দর চালু হওয়ায় ভারতের আসামসহ উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে কম খরচে পণ্য আমদানি-রপ্তানি করা যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এলাকাবাসী মনে করছেন, বন্দরটি চালুর ফলে এ অঞ্চলে তৈরি হবে নতুন কর্মসংস্থান। প্রাথমিকভাবে ১২টি পণ্য আমদানি করা গেলেও, ভবিষ্যতে এই বন্দর দিয়ে সরকারের রাজস্ব আয় বাড়বে বলে আশা করছে কাষ্টমস কর্তৃপক্ষ। কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে, নৌপরিবহন মন্ত্রণালয়, ২০১২ সালের ২৫ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সোনাহাট শুল্ক স্টেশনকে পূর্নাঙ্গ স্থলবন্দর ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ০:৪০:৩০   ৪৪৭ বার পঠিত