বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৩

নিজেকে নবী দাবি করে পাকিস্তানি এক মহিলা

Home Page » আজকের সকল পত্রিকা » নিজেকে নবী দাবি করে পাকিস্তানি এক মহিলা
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৩



pakistan.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ

পাকিস্তানের লাহোরে এক মহিলা নিজেকে নবী বলে দাবি করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এএফপি জানায়, ওই মহিলার নাম সালমা ওরফে ফাতিমা বয়স ৪০ বছর

চার সন্তানের জননী ওই মহিলাকে সোমবার পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে ধর্ম অবমাননা আইনে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ

পুলিশ জানায়, স্থানীয় একজন আলেমের অভিযোগের ভিত্তিতে সালমাকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় আলেমরা তার এই প্রচারণা বন্ধ করার নির্দেশ দিলেও সালমা তাতে কর্ণপাত করেননি

পাকিস্তানের আইন অনুসারে ইসলাম অবমাননা প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে

স্থানীয় অধিবাসীরা বলছেন, সালমা একটি প্রাইভেট স্কুলের প্রিন্সিপাল এবং গণিতের শিক্ষক

তার পরিবার জানিয়েছে, তিন বছর আগে পবিত্র হজ পালনের পর থেকেই সালমা অত্যন্ত ধর্মপরায়ণ হয়ে ওঠেন। তার মানসিক পরীক্ষা দরকার বলেও দাবি করেছে পরিবার। তবে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ বলছে, সে পুরোপুরি সুস্থ

পাকিস্তানে ইসলাম অবমাননার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। ২০১০ সালে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় আছিয়া বিবি নামের এক খ্রিষ্টান মহিলাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এখন তিনি কারাগারে বন্দি

২০১১ সালে ধর্ম অবমাননা আইনের সংস্কার দাবি করায় পাঞ্জারের গভর্নর সালমান তাসির এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শাহবাজ ভাট্টিকে হত্যা করে দুর্বৃত্তরা (সংগৃহীত)

বাংলাদেশ সময়: ২৩:৩৮:০৫   ৪৫৬ বার পঠিত