বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৩

এসএমএস আড়াল করতে ফোন গিলে খেলো গার্লফ্রেন্ড!

Home Page » এক্সক্লুসিভ » এসএমএস আড়াল করতে ফোন গিলে খেলো গার্লফ্রেন্ড!
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৩



বঙ্গ-নিউজ ডট কম: sms.jpgবেশ কিছুদিন আগে অন্তরঙ্গ মুহূর্তে ফোন ধরায় বান্ধবীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন এক মার্কিন নাগরিক। সেই ঘটনা রীতিমতো ঝড় তোলে গোটা যুক্তরাষ্ট্রে। এবার তারই পথ ধরে ঘটলো তার চেয়েও অদ্ভূত ঘটনা। ব্রাজিলিয়ান এক নারী তার বয়ফ্রেন্ডের কাছ থেকে মোবাইলের এসএমএস আড়াল করতে পুরো ফোনটাই গিলে ফেললেন।১৯ বছর বয়সী আদিয়ানার কাছ থেকে তার বয়ফ্রেন্ড এসএমএস চেক করার জন্য মোবাইল চাইলে আদিয়ানা ছুটে পালিয়ে যায় এবং কোনো রকম চিন্তাভাবনা না করে মোবাইল সেটটাই গিলে ফেলেন। এরপর অপারেশন করে তার পেট থেকে ফোনটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:১০:৪৭   ৪৫৬ বার পঠিত