বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৩
সিরিয়া হামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে পুতিনের ফের হুশিয়ারি
Home Page » বিবিধ » সিরিয়া হামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে পুতিনের ফের হুশিয়ারিবঙ্গ-নিউজ ডট কম: সিরিয়ায় একতরফা হামলা চালানো প্রসঙ্গে যুক্তরাষ্ট্রে ও তার মিত্রবাহিনীকে ফের সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।জাতিসংঘের অনুমোদন ছাড়া এ হামলাকে ‘আগ্রাসন’ বলে অভিহিত করেন পুতিন।
সিরিয়া সরকারের রাসায়ানিক অস্ত্র প্রয়োগের অভিযোগকে কেন্দ্র করে ওবামা শাস্তিমূলক অভিযান চালাতে যাচ্ছেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, “সিরিয়া সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহার সন্দেহাতীতভাবে প্রমাণ হলেও রাশিয়া সিরিয়ায় সামরিক অভিযান চালানোর ব্যাপারে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন করবে না।”
এর মধ্যে, যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ সিনেট বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্যরা সিরিয়ায় হামলা চালানোর জন্য খসড়া প্রতিবেদনে অনুমোদন করেছে।
সর্বোচ্চ ৬০ দিনের সীমিত হামলার প্রস্তাব ছিল এই খসড়ায়। তাছাড়া যুক্তরাষ্ট্রের পদাতিক বাহিনীকে সিরিয়ায় অবতরণ না করার কথা উল্লেখ ছিল এতে।
সিরিয়ায় রাসায়ানিক হামলায় ৪২৬ শিশুসহ মোট ১৪২৯ জন নিহতের দাবি করছে যুক্তরাষ্ট্র।
এদিকে, যুক্তরাষ্ট্রের তোড়জোড় দেখে জাতিসংঘের মহাসচিব বান কি মুন জানিয়েছেন একমাত্র আত্মরক্ষার্থেই হামলা চালানো যায়। অন্যথায় কোথাও হামলা চালাতে হলে নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন। এদিকে চীনও নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের সিরিয়ায় হামলার প্রস্তাবে ভেটো দিবে বলে জানিয়েছে।
সূত্র: বিবিসি
বাংলাদেশ সময়: ১৭:১৯:৪০ ৪৭৯ বার পঠিত