বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৩

আবার পরিচালনায় আমির

Home Page » বিনোদন » আবার পরিচালনায় আমির
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৩



215px-aamir_khan_berlin_film_festival_2011.jpgবঙ্গ-নিউজ ডট কম: একটু অন্তরালে থেকে কাজ করতে পছন্দ করেন বলিউডের মিস্টার পারফেকসনিস্ট আমির খান। বলিউডের অন্য ‘খান’দের থেকে বরাবরই একটু আলাদা তিনি। মিডিয়াকেও কেমন যেন এড়িয়ে চলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন আমির। যেমন নতুন করে পরিচালনায় আসার ব্যাপারটাও এখনো খোলাসা করছেন না তিনি। এতদিন অভিনেতা, প্রযোজক হিসেবে অনেকবারই দেখা গেছে তাকে। পরিচালনাও করেছেন একবার। অভিনয়- প্রযোজনার মতো বেশ সফলও হয়েছেন। ‘তারে জামিন পার’ নামক সেই সিনেমা মুগ্ধ করেছে বলিউডের সব ধরনের দর্শকদেরই। ভারতীয় সংবাদমাধ্যমের খবর ‘ছয় বছর পর আবারো পরিচালনায় আসছেন আমির খান। শোনা যাচ্ছে এরই মধ্যে নতুন সিনেমার কাজ শুরু করেও দিয়েছেন তিনি। তবে মুখ খুলছেন না একেবারেই। ঘনিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, মূলধারার সিনেমা হলেও অন্যরকম এক সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন আমির। এই মুহূর্তে ‘পিকে’ চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত তিনি। রাজকুমার হিরানী পরিচালিত সিনেমাটিতে আমির খানের বিপরীতে আছেন আনুশকা শর্মা। এ বছরের শেষদিকে ‘পিকে’ মুক্তি দেওয়ার প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০২:৫৫   ৩৭০ বার পঠিত