বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৩
প্রতারণার অভিযোগ পিংক সিটির এমডি গ্রেফতার
Home Page » প্রথমপাতা » প্রতারণার অভিযোগ পিংক সিটির এমডি গ্রেফতারবঙ্গ-নিউজ ডট কম: চেক জালিয়াতি মামলায় পিংক সিটি হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা খাদিজা আক্তারকে (৩৪) আটক করেছে কলাবাগান থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাকে রাজধানীর কলাবাগান লেক সার্কাস এর নিজ বাসভবন থেকে আটক জ করা হয়। কলাবাগান থানার ডিউটি অফিসার দেবরাজ চক্রবর্তী বঙ্গ-নিউজকে জানান, দীর্ঘদিন ধরে মাহমুদা খাদিজা বেগম প্লট বরাদ্দের নামে প্রতারণা করে আসছিলেন। বিভিন্ন সময় টাকা নিয়ে প্লট বুঝিয়ে না দেওয়ায় প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মোট ১৪টি মামলা দায়ের করা হয়। এগুলোর মধ্যে ৬টি মামলায় খাদিজা আক্তার জামিন পেলেও বাকি ৮টিতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ এক অভিযান চালিয়ে লেক সার্কাস এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। বুধবার সকালে খাদিজা আক্তারকে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, সরকারের অনুমোদন ছাড়া পিংক সিটি জেনোভ্যালি আবাসন প্রকল্প তৈরি এবং আনসার ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ‘জ্যানোভ্যালি পিংকসিটি’ আবাসিক প্রকল্পের তিন সন্ত্রাসীকে পুলিশ গ্রেফতার করে। পিংক সিটি জেনোভ্যালির ব্যাপক অনিয়মের প্রতিবেদন রাজউকের উপপরিচালক (নগর পরিকল্পনা) মো. আশরাফ আলী আখন্দ গণপূর্ত ও গৃহায়ণ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে জমা দেন । পিংক সিটির চরম অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার বিরুদ্ধে ২০০ ভুক্তভোগী পরিবার (বাড়ির মালিক ও তাদের সন্তানরা) সংবাদ সম্মেলন করেন। এছাড়া পিংক সিটির বিরুদ্ধে জঙ্গি-সম্পৃক্ততা ও অন্যান্য অভিযোগও রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪২:২৯ ৪৭৯ বার পঠিত