বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৩
অ্যাপোলো ইস্পাতের আইপিও বাতিল দাবি বিনিয়োগকারীদের
Home Page » অর্থ ও বানিজ্য » অ্যাপোলো ইস্পাতের আইপিও বাতিল দাবি বিনিয়োগকারীদেরবঙ্গ-নিউজ ডট কম: সম্প্রতি পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে টাকা উত্তোলনের অনুমোদন পাওয়া অ্যাপোলো ইস্পাত কোম্পানির আইপিও বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। বুধবার দুপুরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) বরাবর কোম্পানিটির আইপিও বাতিলে লিখিত আবেদন করে সংগঠনটি। সংগঠনের সভাপতি একেএম মিজান-উর রশিদ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুল হক স্বাক্ষরিত চিঠিতে এই আবেদন জানানো হয়। চিঠিতে বলা হয়, বিএসইসি অ্যপোলো ইস্পাত কোম্পানির আইপিও অনুমোদন দেওয়ায় বিনিয়োগকারীরা উৎকণ্ঠিত, আকঙ্কিত ও মর্মাহত। যেখানে খোদ অর্থমন্ত্রী কোম্পানিটিকে অচল, সম্পদ লুটেরা ও ঋণ খেলাপি বলে অভিহিত করেছেন সেখানে বিএসইসি কিভাবে তাদের অনুমোদন দিয়েছে, তার কারণ জানতে চান বিনিয়োগকারীরা। অনতিবিলম্বে কোম্পানিটির আইপিও অনুমোদন বাতিল করা না হলে এ সংগঠন আদালতের মাধ্যমে আইনের আশ্রয় নিতে বাধ্য হবে বলেও এতে বলা হয়।
বাংলাদেশ সময়: ১৫:০৫:৪৬ ৩৯১ বার পঠিত