
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৩
তেজগাঁওয়ে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল, আটক ৪
Home Page » প্রথমপাতা » তেজগাঁওয়ে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল, আটক ৪বঙ্গ-নিউজ ডট কম: রাজধানীর তেজগাঁও এলাকায় বুধবার দুপুরে জামায়াত-শিবির ঝটিকা মিছিল করেছে। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা একটি প্রাইভেটকার ভাঙচুর করে এবং একটি হাতবোমা ফাটায় ও বেশ কয়েকটি ককটেল ছুড়ে মারে। এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে ঘটনাস্থল থেকে শিবিরের চার কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুপুর ১২টার দিকে তেজগাঁও সাত রাস্তার মোড় থেকে কিছুটা সামনে ঝটিকা মিছিলে ধাওয়া দেয় পুলিশ। এ বিষয়ে তেজগাঁও বিভাগীয় পুলিশের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বঙ্গ-নিউজকে জানান, বুধবার দুপুর ১২টার দিকে জামায়াত-শিবিরের ৩০/৪০ জন নেতাকর্মী তেজগাঁও সাত রাস্তা থেকে কিছুটা সামনে ঝটিকা মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় তারা একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় ও বেশ কয়েকটি ককটেল ছুড়ে মারে। পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে চারজন শিবির কর্মীকে আটক করেছে। তাদের তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়েছে অপরদিকে, এক প্রত্যক্ষদর্শী বঙ্গ-নিউজকে জানান, জামায়াত-শিবিরের কর্মীরা পালিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেটকার ভাঙচুর করে। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত নেতাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় জামায়াতে ইসলামী।
বাংলাদেশ সময়: ১৫:০০:০৪ ৩৮০ বার পঠিত