বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৩
ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত
Home Page » আজকের সকল পত্রিকা » ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহতরাজধানীর তুরাগ থানা এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান (২৫) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি আশুলিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন।
তুরাগ থানার ওসি শেখ ফরিদ বলেন, সকাল সাতটার দিকে মিজানুর আশুলিয়া থেকে মোটরসাইকেলে উত্তরায় এপিবিএন কার্যালয়ে যাচ্ছিলেন। পথে ধউর এলাকায় একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে কিছুদূর ছেঁচড়ে নিয়ে যায়। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
নিহত মিজানুরের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জের পাটুরিয়ায়।
বাংলাদেশ সময়: ১৩:১১:৪৪ ৪৪৭ বার পঠিত